মানুষের জন্য ভালবাসা, অন্যায়ের বিরুদ্ধে বজ্র কন্ঠ
খেলা শেষে দ্রুত মোড়ের নাপিতের দোকানের দিকে চুটলাম শেভ করবো বলে। নাপিতের দোকানে তখন চলছে শোকের মাতম। ৩ জন নাপিত মুখ ঘোমরা করে দোকানে বসে আছে। গিয়ে বললাম শেভ করবো। নাপিত বললো সকালে আসেন।
আমি বললাম সকালে সময় পাবোনা বলেইতো রাতে আসলাম। একটু রাগত স্বরে বললো বলছিনা সকালে আসতে। আমি বললাম কেন? বুঝেন মিয়া কেন। কেন? আরে মিয়া ভারত আঝকে এটা কি করলো কনতো। আমি বললাম খুব খারাপ করেছে।
বুঝেন যখন তখন ডিস্টার্ব করছেন কেন। যান সকালে আসিয়েন।
আহারে!! বেচারা!!!
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।