আমাদের কথা খুঁজে নিন

   

অল্প সময় ব্যবহার করে ভাল লাগলো Micromax Canvas 4

জেলিবিন ৪.২.১ চালিত ৫ ইঞ্চি ২৯৪ PPI করনিং গরিলা গ্লাস সমৃদ্ধ এক অসাধারণ ফোন হল Micromax Canvas 4 । ফোনটি ফুল সাইজ ডুয়েল সিম ডুয়েল স্ট্যান্ডবাই সাপোর্ট করে। পিছনে রয়েছে লিড ফ্লাশ সহ ১৩ মেগা পিক্সেল ক্যামেরা আর সামনে ৫ মেগা পিক্সেল। পিছনের ক্যামেরা ১০৮০ P @ ৩০ FPS ভিডিও করতে পারে। CPU ব্যবহৃত হয়েছে Quad-core 1.2 GHz Cortex-A7 আর GPU হল PowerVR SGX544।

2G / 3G উভয় ব্যবহারযোগ্য এই ফোন এ রয়েছে WLAN, Wi-Fi hotspot, Bluetooth 4, Micro USB 3.0। কনফিগারেশন এর আরও ডিটেইল দেখতে চাইলে gsmarena  তে ঢুঁ মারতে পারেন। আমি বরং আমার নিজের ৩/৪ ঘণ্টা ব্যবহার এর অভিজ্ঞতা শেয়ার করি।

- ফোনটির প্যাকেজিং অসাধারন
-  দেখতে খুবই সুন্দর আর সলিড Build  কোয়ালিটি।
-  টাচ খুবই রেসপনসিভ।


-  ডেড ট্রিগার, টেম্পল রান, NFS গেমগুলো ফাটাফাটি চলে।
-  An Tu Tu Benchmark  এ ভালই স্কোর করেছে।

-  ১৩ MP ব্যাক ক্যামেরা কিন্তু অল্প আলোয় খুব একটা ভাল ছবি উঠেনা। যদিও দিনের বেলা বা ভাল  আলোতে বেশ ভালই ছবি উঠে।
-  ২০০০ mAh battery আমার কাছে কম মনে হয়েছে।

অবশ্য সারাদিন ব্যবহার এর সুযোগ আমি পাইনি।
-  Wi-Fi খুব ভাল কাজ করে।
-  Voice Call  কোয়ালিটি বেশ ভাল।
-  Wi-Fi দিয়ে ঝকঝকে ভিডিও কল করা যায়।
-  HD 720 video Playback  ফাটাফাটি কিন্তু ১০২৪ গুলো মাঝে মধ্যে সামান্য আটকায়।


- মজা লেগেছে যে ফু দিয়ে ফোনটা আনলক করা যায়।

- স্পিকার আর ভলিউম সামান্য কম কিন্তু হেডফোনে ফাটাফাটি কোয়ালিটি সাউন্ড।
- ভিডিও দেখার সময় স্ক্রীন থেকে চোখ সরালে পজ হয়ে যায়। খুবই দরকারি ফিচার।
- যাদের Brand Fascination নেই তারা অনায়াসে কিনতে পারেন ২৪ হাজার টাকার মধ্যে এই ফোন।


ফোন সংক্রান্ত অনুভূতি গুলো একান্তই আমার নিজের। কাজেই কিনবার আগে বুঝেশুনে কিনবেন।
ধন্যবাদ সকলকে।

সোর্স: http://www.techtunes.com.bd     দেখা হয়েছে ১৫ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।