মোবাইল ফোনের বাজারে অন্যান্য ফোনের সাথে তাল মিলিয়ে বেশ ভালোভাবেই টিকে আছে ব্ল্যাকবেরী। বেশ কয়েকটি মডেলের ফোন দিয়ে অন্যদের সাথে প্রতিদ্বন্দীতা করে চলেছে। তেমনি একটি মডেল ব্ল্যাকবেরী কার্ভ ৯৩২০। এটির বেশ কয়েকটি কালার রয়েছে। যারা এ ফোনটি কিনতে চান বলে মনে মনে ঠিক করেছেন তারা অবশ্যই এটিতে কি কি আছে জেনে নিবেন।
চলুন দেখে নিই এটিতে কি কি ফিচার আছে।
সাধারন ফিচার
প্যাকেজ : হ্যান্ডসেট, ব্যাটারী, চার্জার, হেডসেট, ২ জিবি মাইক্রোএসডি কার্ড, ডাটা ক্যাবল, ইউজার ম্যানুয়াল।
ধরন : লম্বা।
সিম : সিঙ্গেল সিম, জিএসএম।
টার্চ স্ক্রিন : নেই।
কিপ্যাড : আছে।
বিজনেস ফিচার : ডকুমেন্ট ভিউয়ার, পুশমেইল।
কল ফিচার : লাউডস্পিকার।
(বিস্তারিত পড়তে ক্লিক করুন)
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।