আমাদের কথা খুঁজে নিন

   

ব্ল্যাকবেরী ওয়াইন



কিছুদিন হলো ব্রিটিশ কাউন্সিল লাইব্রেরী'র মেম্বারশিপ নিলাম। এর মধ্যে রাজ্যের বই কিনেছি আমি আর আমার ছোটভাই মিলে। পড়াশুনা করার অনেক পুরানো অভ্যেসটা ঝালিয়ে নিচ্ছি একরকম। গত সপ্তাহে কাউন্সিল লাইব্রেরী থেকে জোয়ানে হ্যারিস (আসল উচ্চারণ কি জানিনা) এর লেখা 'চকোলাত' আর 'ব্ল্যাকবেরী ওয়াইন' বই দুইটা এনেছি পড়তে। কালকে রাতে মন ভীষন অস্থির ছিলো নানা কারণে, শরীরটাও বেশি ভালো যাচ্ছেনা।

ঘুম আসছে না দেখে বই নিয়ে বসলাম। 'ব্ল্যাকবেরী ওয়াইন' এর নামটার মধ্যেই কেমন একটা আচ্ছন্ন করা ভাব আছে, বইটার শুরুটা পড়তে গিয়ে ঠিক ঠাক মজাটা বুঝতে পারছিলাম না। কিন্তু বইটা'র মধ্যে, লেখা'র মধ্যে অদ্ভুত সব গন্ধের আভাস পাচ্ছিলাম। ওয়াইন জিনিসটা খেতে কেমন তার বিন্দুবিসর্গ ধারণাও আমার নাই, কিন্তু বইটা পড়তে পড়তে মনে হচ্ছিলো আমি যেন অনেক কিছু টের পাছি, কেমন একটা সংবেদনশীলতা ভেতরে। লেখিকা'র অনুভূতি বর্ণনার একটা আশ্চর্য স্বাভাবিক ক্ষমতা আছে, বিশেষ করে স্বাদ, বর্ণ আর গন্ধের বর্ণনা এতো অসাধারণ যে পড়তে পড়তে মনে হয় উপন্যাসের ঘটনাস্থলে আমি নিজেই চলে গেছি।

যাদেরই আমার মতো ফলফলাদি নিয়ে খানিক আগ্রহ আছে, তাদের কাছে ওই বর্ণনা আকুল করে দেবার জন্য যথেষ্ট। আর তাছাড়া পুরো স্টোরিরাইন জুড়ে জ্যাকঅ্যাপল জো এর রহস্যময় জাদুময়তা এক কথায় অসাধারণ। তার উপস্থিতির কথা এলেই জে'র মতোই যেন আমি টের পাচ্ছিলাম দারুচিনির গন্ধ, চিনির সিরার মিষ্টি আবেশ, আর দিনরাত ঘোরে ডুবে থাকার অদ্ভুত বাস্তবতা। বই পড়তে পড়ত আমার মনে হচ্ছিলো আমি নিজেই চলে গেছি ফ্রান্সের এক ছোট্ট গ্রামে, ওখানকার ক্যাফেটরিয়া'র গন্ধ, বেকারীর রুটি, জে'র ছো্ট্ট বাগান, ছোট্ট মেয়ে রোজ, রোজের ইস্পাত কঠিন মা, রোজের থলথলে মোটা দাদী সবাইকে দিব্যি চোখের সামনে নড়ে চড়ে বেড়াতে দেখছিলাম। কারো যদি আমার মতো স্পর্শ-গন্ধ বর্ণনা'র জন্য আকুলতা থাকে, এক নিমিষে পড়ে ফেলতে পারেন বইটা, আশা করি ভালো লাগবে।

আমি এখনো ব্ল্যাকবেরী ওয়াইন এর নেশায় বুঁদ হয়ে আছি।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।