আমি বিলাত থাকি, কামলা খাটি
আমাগো উডানেই বিশ্বকাপ হইতাসে। আমার ১৮+ জুক্সগুলান কেমনে বিশ্বকাপ জ্বর থেইক্যা বাঁচে? তাই দুইডা বিশ্বকাপ স্পিশাল ১৮+ দিলাম। তয় ছুডু পুলারা-মাইয়ারা ডুকবানা কইলাম। এই পোস্টে কুনু ছুডু পুলা পাওয়া গেলে তারে শাস্তি হিসাবে অনবরত আছড়াফুলের গান ( স্যাম্পলের লাইগ্যা গুতা মারেন )শুনানো হইবো।
১।
আছড়াফুল বিয়া করসে এবং তার চাইরডা পুলা-মাইয়া হইসে। তার বউ কিন্তু তারে লইয়া বড়ই পেরেশান। প্রতি খেলায় ১ রান লইয়া আউট হইয়া যায়। একবার এক খেলায় পরত্তম বলে আউট হইয়া গেসিলো। কিন্তু আম্পায়ারের আউট না দেয়ার লাইফ পাইয়াও এক রান লইয়া ক্লিয়ার বোল্ড হইয়া যায়।
পাড়া প্রতিবেশীর খোঁটা শুইন্যা আছড়াফুলের বউয়ের মিজাজ বিলা। আছড়াফুল ঘরে আসনের লগে লগে শুরু কইরা দিসে বাউন্সার: তুমি এই এক মারা ছাড়া আর কিসু পারো না?
আছড়াফুল কয়: শুধুই যদি ১ মারতাম তাইলে চাইরডা পুলা-মাইয়া কেমনে হইলো?
আছড়াফুলের বউ: তুমার ওই আম্পায়ারের মতো লোটা কামাল যদি আমারে না হেলপাইতো তাইলে ডাক (০) লইয়া থাকতে হইতো।
২। এক ট্রাইনেশান প্রোগ্রামে ঈভা রহমানের গান চলতাসিলো। বেশী বোরিং লাগায় জয়সুরিয়া, শেওবাগ আর আছড়াফুলের বউ গল্প শুরু করসে।
শেওবাগের বউয়ের আবার জামাইর মতো মুখ পাতলা। সে জয়সুরিয়ার বউরে কইলো: আপনের হাসব্যান্ড তো বুইড়া হইয়া গেসে, তার গায়ে কি কুনু শক্তি আছে?
জয়সুরিয়ার বউয়ের প্রেসটিজে লাগসে তার হাসব্যান্ডরে বুইড়া কইসে। সে উত্তর দিলো: ওহে মুখরা রমণী, ভুইল্যা যাইয়োনা, সে কিন্তু অলরাউরান্ডার ব্যাটে (!) না পারলে ঠিকই বলে(!) পুষাইয়া দেয়।
শেওবাগের বউ কয়: আমার হাসব্যান্ড কিন্তু হার্ডহিটার। তার স্ট্রোকগুলান (!)..... আহ হা হা হা বলার মতো না।
আছড়াফুলের বউ চিন্তা করতাসে, এইরে খাইসে। আমার জামাইতো এর কোনোটাই না, আমি কি কই? বড়ই শরমের কতা। সে এট্টু চিন্তা কইরা গলা খাকরি দিয়া কইলো: আমার হাসব্যান্ডও কিন্তু কম না। সেই কুটিকালে সেন্চুরী মারসে। এখন বুঝেন, তার বিচি কখন পাঁকসে।
বি:দ্র: (!) - নিজগুনে এই সংকেতের মানে বুইজ্যা লইয়েন।
আরো কিসু ক্রিকেটীয় মশকরা চাইলে নিচের লিংকে গুতা মারেন।
খেলা লইয়া প্যাচাঁল বাদ দিয়া আহেন এহন ক্রিকেট লইয়া একটু মশকারি করি। অপ্রাপ্তবয়স্ক প্রবেশ নিষেধ।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।