ভাল লাগে ফুল, কিছু কিছু ভুল
যারা প্রকৃতই... তারা এত সহজে বলতে পারে না
জ্বরা এসে আটকে দেয় পথ
খরা এসে আটকে দেয় জিভ
ভোকাল কর্ড বড় বেইমানী করে
অহেতুক খুশখুশে কাশির দমকে
আসল কথাটা হারিয়ে যায় ক-খ-ন
যারা সহজেই বলে ফেলে
তাদের অত প্রেম ট্রেম কাজ করে না
দক্ষ সিমারের মত টুক করে একটা
গুডলেংথ বল ছুড়ে দেয়, দিয়ে দেখে
সে বলে ব্যাটসম্যান সিঙ্গল ডাবল নিলেও যা
চার ছয় মারলেও তার কোন বিকার দেখবি না
আর বোকার মত উইকেটটা তুলে দিলে
তার সোয়েব আক্তারীয় উল্লাস দেখে
একটুও বিভ্রান্ত হোস না। একটু অপেক্ষা করে
দেখ। নাচানাচি শেষ হলেই বলটায়
শান দিতে ঘষে ঘষে সাদা ট্রাকসুট
লাল করে ফেলবে। তারপর আবার দৌড়
পরের উইকেটটার জন্য
যে ভালবাসে সে বড় সাবধানী
সে চার খেতে চায় না, ছয় তো চায়ই না
সিঙ্গল, ডাবল, ট্রিপলেও তার ভারী ভয়
সে শুধু একটা আনপ্লেয়েবল ইনসুইংগিং ইয়র্কার
নিয়েই গবেষণা করে। উইকেট না হোক
ব্যাটসম্যান যেন অন্তত একটা
কপিবুক ডিফেন্সের মহড়া দেয়
সে এত সাবধানী দেখে মুখ ফিরাস না
প্রকৃত প্রেমিক সেই, প্রকৃত ভালবাসে সেই-ই
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।