"পসার বিকিয়ে চলি জগৎ ফুটপাতে, সন্ধ্যাকালে ফিরে আসি প্রিয়ার মালা হাতে"
ক্রিকেটীয় ভাবনা - ২
১
বৈরী আবহাওয়ার কারণে তোমার আমার প্রেমের টেস্ট
ওয়ান ডে-তে গড়ালো। সাবধানী ব্যাটসম্যান হিসেবে
ডিফেন্স খেলতে যেয়ে প্রথম বলটা প্যাড ছুঁয়ে উইকেট
কীপারের হাতে। “বেনেফিট অব ডাউট” পাওয়া উচিৎ
ছিল। তোমার বাবা ছিল আম্পায়ার - আউট দিয়ে দিল।
২
সেশন জটে এমনিতেই অনেক কটা বছর লস্, ভাবলাম
টি-টোয়েন্টি স্টাইলে প্রেম করবো।
প্রথম একাদশে ঠাঁই
হলোনা। অবশেষে মাঠের দর্শক হয়ে এক চীয়ারগার্লের
প্রেমে পড়লাম। ভাগ্যগুনে দলে ঠাঁই পেলেও- প্র্যাকটিস
সেশনেই ইনজুরির কবলে- ব্যথা পেয়ে মাঠ ছাড়লাম।
৩
প্রেমের ব্যাপারে আমি বরাবরই আনপ্রেক্টিব্যল্। লম্বা একটা
ইনিংস খেলবো বলে ওয়ান ডাউনে তোমাকে পেয়ে খুশীই
হলাম।
জুটিতে চার ছয় আসছিল না, ক্রীজে টিকে ছিলাম।
নিজের হাতে ব্যাটিং রাখবো ভেবে ওভারের শেষ বলে রান
চুরি করতে যেয়ে রান আউট হয়ে গেলাম। জুটি ভেঙ্গে গেল।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।