আমাদের কথা খুঁজে নিন

   

কষ্টে গেল দিন



স্বপ্না, আমার গার্ল ফ্রেন্ড, আমি প্রতিদিন স্বপনার সাথে ফোনে কথা বলি কিন্তু আজ দুইদিন স্বপ্না আমাকে ফোন দেয়না। ভাবছিলাম তার কোন সমস্যা হয়েছে। তাই মনটাকে বুঝিয়ে শুনিয়ে রেখেছিলাম প্রথম দিন। কিন্তু দ্বিতীয় দিন আর মন ঠিক থাকতে চাইছিলো না। তাই ফোন দিলাম অপরিচিত মোবাইল নং থেকে ঠিকই স্বপ্না ফোন রিসিভ করলো।

এবং কথা শুনে মনে হলো বেশ সুখেই আছে সে। কিন্তু আমি বুঝতে পারলাম না যে আমার ফোন কেন রিসিভ করছে না। আমার অপরাধ কি। আমি কি অন্যায় করলাম? যাইহোক আজ সারাদি ন দেখলাম প্রায় স্বপ্নার ফোন বিজি অথ্বা ওয়েটিং এ। কার সাথে এত কথা বলছে ? এর আগে মানে দুই বছর তার ফোন কোনদিন এত ওয়েটিং এ দেখিনি।

আমার এক বন্ধু পলাশ বলে- কবি প্রেমে সুখ নাই কারন প্রেম করবি তো মেয়েদের সাথে যে মেয়ের সাথে প্রেম করবি সেই মেয়েই ছলনাময়ী। ওরা পানির মত, যে পাত্রে রাখবি সেই পাত্রের রুপ ধারন করবে। মেয়েরা যখন যার কাছে থাকে তখন তার হয়েছে যাই। মেয়েরা এমিবার মত যখনতখন রুপ বদলায়। পলাশের কথা গুলো আমাকে খুব করে নাড়া দিচ্ছে এখন।

কিন্তু কি করবো আমি? স্বপ্না তো কিছু বলছে না। কি কারন কি জন্যে সেই এমন ব্যবহার করছে কিছুই জানিনা। খুব কষ্ট হচ্চে তবুও বলবো= ভাল থেকো স্বপ্না। তোমার জন্য আজীবন দোযা করবো। সুখে থেকো তুমি।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।