আমাদের কথা খুঁজে নিন

   

কেমন আছি সৌদি আরবে –তেইশ পর্ব ক্রিকেট খেলা

স্বাগতম

গত শুক্রবার ছিল আমার ছেলে-মেয়েদের স্কুলের বার্ষিক পিকনিক। যেহেতু ডায়েরীতে ২৫ফেব্রয়ারি ছিল তাই আমাদের অনুরোধ সত্বেও স্কুল কমিটি পিকনিকের দিনটি পরিবর্তন করলেন না। কিন্তু আমাদের চাহিদার দিকে নজর রেখে তাবু টানিয়ে তার ভেতর অস্থায়ী স্যাটেলাইট ডিস লাগিয়ে প্রজেক্টার এনে বড় পর্দায় ক্রিকেট খেলা দেখানোর ব্যবস্থা করেছিল। ছেলে-মেয়েরা সহ আমরা পিকনিকের অন্যান্য মজা রেখে বসে গিয়েছিলাম খেলা দেখার আসনে। টানটান উত্তেজনায় পিকনিকের দিনটি খেলা দেখে প্রায় শেষ করছিলাম।

বাংলাদেশের শফিউল যখন জেতার স্বপ্ন দেখাচ্ছে ঠিক এমন সময় ঘটলো অনাকাঙ্খিত ঘটনা। একদল পুলিশসহ মতুয়া(ধর্মীয় মেজিস্ট্রেট)এসে প্রিন্সিপালকে ধরে তার আকামা নিয়ে নিলেন। তাদের কথা এভাবে প্রকাশ্যে পুরুষ-মহিলাসহ পিকনিক করা নাজায়েজ। তারপর সিনেমাহলের মতো করে একত্রে মিলে খেলা দেখা এদেশের আইনে অপরাধ। যাইহোক আকামা ফেরত দিলেও শুনলাম আগামীতে আর ছেলে মেয়েদেদের প্রকাশ্যে পিকনিক না করার মুচলেকা নিয়েছে।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.