আমাদের কথা খুঁজে নিন

   

বিপরীত প্রতিক্রিয়া

আন্তারা হিলমী

বাংলাদেশ- আয়ারল্যান্ড ম্যাচে টাইগাররা ব্যাটিং ভাল করেছে বলা যাবে না,ভাগ্যের সহায় বলতে ওই বোলিং। দেশের জন্য এদেশবাসীর দরদ অন্তত গ্যালারি ভর্তি দর্শক দেখলেই বোঝা হয়ে যায়। বাংলাদেশী দর্শকদের এই আবেগীয় প্রতিক্রিয়া নিত্য পরিবর্তনশীল-তাই দেখা গেল বাংলাদেশ-আয়ারল্যান্ড ম্যাচে। অনেক দর্শককে বলতে শুনেছি -১১ টা টাইগারকে বনে ছেড়ে দিয়ে আসা উচিত,মাঠে এরা বড়ই বেমানান। দর্শকের এ মন্তব্য বাংলাদেশের ব্যাটিং বিপর্যয় দেখেই তাত কোন সন্দেহ নাই।

অথচ এই দর্শকই বাংলাদেশ জেতার পর বলে উঠল বাংলার টাইগাররা পারে না এমন কিছু নাই। সত্যি মনে বিস্ময় জাগে, আবেগ মানুষকে কতভাবে তাড়িত করতে পারে। একই মুদ্রায় এপিঠ-ওপিঠ এক হয় না। মানুষকে এই মুদ্রার সাথে তুলনা করলে মানব সত্তায় একই বিষয়ের ভিন্ন ভিন্ন প্রতিক্রিয়া দেখাটা স্বাভাবিকই। ক্রিকেট দর্শকের এই ক্রিকেটীয় প্রতিক্রিয়া মানব সত্তারই অংশ,যা কখনো কাঁদায়,আবার কখনো আনন্দ জোয়ারে ভাসায়।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।