পৃথিবীর শুরু থেকে আজ অবধী যা কিছু ঘটেছে এবং আজ থেকে পৃথিবীর শেষ পর্যন্ত যা কিছু ঘটবে তার সবই নির্দিষ্ট সময়ে ও নির্দিষ্ট গতিতে ঘটেছে ও ঘটবে। সুতরাং দ্রুত, ধীর ও অসময় বলে পৃথিবীতে কোন অর্থবোধক শব্দ নেই। কুটনীতি (শয়তানী নীতি): আমাদের মিডিয়ায় খবর প্রচার হয় এভাবে-বাংলাদেশ সরকার অমুক দেশের সাথে কুটনৈতিক সম্পর্ক জোরদার করছে। বৃদ্ধাশ্রমঃ যেখানে সুখি পরিবার গড়াই হওয়া উচিৎ আমাদের লক্ষ সেখানে আমরা বৃদ্ধাশ্রম বানানোকে মনে করি সমাজসেবা। সুদঃ সুদ যেখানে ব্যবসায়ীকে চুষে খায় জোঁকের মত সেখানে আমরা বিদ্যালয়ে শিখি সুদের হিসাব। (সিনেমায় দেখবেন কিভাবে সুদের টাকা শোধ দিতে ব্যর্থ হওয়াতে বাড়ী-ঘর ব্যাংক জব্দ করে নিয়ে যায়, বাস্তবে দেখতে চাইলে উপকূলের দরীদ্র জনগোষ্ঠীর সাথে কথা বলে জানুন ক্ষুদ্র ঋণ প্রদানকারী প্রতিষ্ঠানগুলো কিভাবে ঘরের টিন খুলে নিয়ে যায়।) সাধারণ জ্ঞানঃ সাধারণ জ্ঞান বলতে আমরা জানি "অমুক টাওয়ার কবে ধ্বংস হয়েছে?, অমুক কবে অমুক চ্যানেল পাড়ি দিয়েছেন? ইত্যাদি।" আসলে কি এটা সাধারণ জ্ঞান? নাকি মুখস্থ বিদ্যা? জীবন ও জীবিকার জন্য যা কিছু আবশ্যক তার সম্বন্ধে জ্ঞানইতো সাধারণ জ্ঞান হওয়া উচিৎ তাইনা? তাহলে বিশ্ববিদ্যালয়গুলো ওসব কি করছে?
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।