আমি নিজের ঢোল নিজে পেটাই না। ওটা আপনাদের জন্য রেখেছি।
বিপরীত আকাংখা
আমি সপ্ন বিলাসী
তুমি অভিমানি
আমি ক্লান্তিবিহীন
তুমি ঘুমন্ত সেদিন।
আমি ঘুমাই, তুমি জেগে
আমি শান্ত, তুমি রেগে।
এত অমিলে ঠাসা
তবু বন্ধন ভালবাসা।
তোমার মাঝে কি আমায় টানে?
হয়তো আমি ভ্রোমর তোমার চুলের ঘ্রানে
হয়তো তোমার চোখের কোনে
হৃদয় পাখি নীড় বোনে।
আমি কবি হঠাৎ, তোমায় নিয়ে লিখে
মৃদু হাস পাগলামি সব দেখে,
কখনো আঁকি রংতুলি হাতে
ক্যানভাসে তুমি যোৎস্না রাতে।
বুঝতে কি পার? বলি তবু আরো
বুঝবে কি করি
সব কিছুর পরেও তুমি তো এক নারী।
চলবে..। .।
.। .। .। .। .।
.। .। .। .। .।
.। .। .। .। .।
.। .। .। .। .।
.। .। .। .। .।
.। .। ।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।