..
কিছুক্ষণ পর পর বাতাশে Wind chimes টা দুলে উঠে। আমি তাকিয়ে থাকি, বাতাশে কান পাতি...যদি তোমার ডাক শুনি! জানালার পাশে বসে বৃষ্টিপুর্ব মায়াময় গন্ধে তোমাকে খুঁজি। ভেজা চুল, ভেজা বাতাশ, ভেজা মন অস্থির হয়ে যায় তোমার কারণে! বৃষ্টি বৃষ্টি ভাব কিন্তু মোহনীয় জলসুরের ছন্দে ছন্দে ঝড়ে যাবার আগে আমার সাথে সাথে যেন তোমার অপেক্ষায় ক্ষণ গুনছে...সব নিশ্চুপ হয়ে যায়। Wind chimes টাও দুলে না। একা একা দুলতে পারেনা, বাতাশের দোলা দেবার অপেক্ষায়...কিন্তু আমি ধৈর্যহারা হয়ে উঠি।
ওর এখন ঘুমানোর কথা জেনেও ঘুম থেকে ডেকে তুলি।
~তুমি কি ঘুমাচ্ছো?
-না শুয়েছিলাম। কি খবর?
~কিছু না। খেয়েছো? কালকে তোমার সকালে উঠতে হবে তাই না?
-হ্যাঁ খেয়েছি...শরীর ব্যাথা...
~ঔষুধ কিনতে বলেছিলাম। কিনো নাই তো...তাই না?
-হ্যাঁ
নিঃশ্চুপে ভাবি, কেনো বুঝোনা তোমার কিছু হলে আমার কেমন লাগে! কেনো এমন করো? খানিকটা অভিমান...রাগ, অনুরাগ এসে দোলা দিয়ে যায়...
-কি হলো
~আমি যে কথা বলবো সেটা আগামী তিনদিনে কথা বলা হবেনা।
তিনদিন পর বলতে পারবো...
-তুমি কাঁপছো কেনো? তিনদিন পর বলবা আর এখনি কাঁপছো কেনো!
~তুমি তো জানোই কেনো কাঁপি...
ও হেসে উঠে। ওর হাসি শুনতে ভালো লাগে। রোদ্দুর হাসি...বৃষ্টিদিনে আমার ভেজা মনকে ওর রোদ্দুর হাসি রোদে ঝলমলে করে দেয়। আমার যতই মন খারাপ থাকুক না কেনো ওর হাসি শুনলে সব কিছু ভালো লাগে। জানালা দিয়ে হাত বাড়িয়ে দেই।
ইকটু ইকটু ফোঁটা ফোঁটা বৃষ্টি হয়ে ও আমার হাত ছুঁয়ে যায়...দু'চোখ বন্ধ করে জগৎতের সব ভুলে গিয়ে ওর ছোঁয়া অনুভব করি!
*************************************
-বলো
~কি বলবো?
-বলো...বলো আর সময় নেই।
~কি বলবো?
-আচ্ছা তাহলে ঘুমাই।
~না শুনো...
পাশের বাসার কেউ গান ছেড়ে দেয়... নিত্যকোলাহল গুলো বেড়ে যায়। গাড়ির শব্দ, পানির শব্দ, কতো কতো শব্দ!!! সব শব্দেরা যেন এখনি স্বাধীন হলো...সব শব্দ, কলোরব ছাড়িয়ে সলজ্জ বলে উঠি...
~ভালবাসি...
-তোমাকেও আমি ভালবাসি...
~কি?
-তোমাকেও আমি ভালবাসি...তোমাকেও আমি ভালবাসি...তোমাকেও আমি ভালবাসি...ভালবাসি...শুনেছো?
~হু
*************************************
ও ঘুম পড়ে। উপুড় হয়ে...এত্তো মায়া লাগে দেখলে...ইচ্ছে করে আদর করে দেই।
তোমাকে যে সত্যি সত্যি পাগলের মতো ভালবাসি সেটা কখনও বুঝলে না। শুধু আমার রাগ, আমার অভিমান আর ভুলগুলোকেই দেখলে...কিন্তু যত ঝড়, বাদল ই আসুকনা কেনো এই পাগলী আজীবন তোমাকে এমনি পাগলের মতো ভালবেসে যাবে...আমি গান শুনতে থাকি। গানের কথায় হারিয়ে যাই, হঠাৎ হঠাৎ কোনো কোনো গান এত মিলে যায়...
এমনও দিনে তারে বলা যায়
এমনও ঘন ঘর বরিষায়
এমনও দিনে মন খোলা যায়
এমনও মেঘও স্বরে, বাদলও ঝড় ঝড়ে
তপনওহীন ঘন তমষায়
এমনও দিনে তারে বলা যায়
সে কথা শুনিবে না কেহ আর
নিভৃত নির্জনও চারিধার
দুজনে মুখোমুখি, গভীরও দুঃখে দুঃখী
আকাশে জলও ঝরে অনিবার
জগতে কেহ যেন নাহি আর...
*************************************
আজকের দিনটা একদম অন্যরকম ছিলো। বৃষ্টি পড়ছিলো, গান হচ্ছিলো...এমনও দিনে তারে বলা হয়ে গেলো!
১৮/০২/২০১১ ইং
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।