আমাদের কথা খুঁজে নিন

   

এমনও সময় কিছু যায় যখন কিছুই ভাল লাগেনা ! সেরকমই সময়ই হয়তবা এখন !

নিজেকে নিয়ে কিছু একটা লেখার চেষ্টা, এখোনো করে যাচ্ছি . . .

কিছু কিছু সময় থাকে যখন অশান্ত মনকে স্থির করা খুবই কষ্টের, যেমন এই সময়টা, ঠিক এখন বললে খানিকটা ভুল হবে, আজ সকাল থেকেই একটা বিষয়ে মনটা খুব খারপ, কিছুতেই মন বসাতে পারছিনা, ভনিতা না করেই সত্যটা বলে ফেললাম। যখন এরকমটা অনুভব করি কাউকে কিছু না বলে ঘটনা নিয়ে একা একাই ভাবতে থাকি, সমস্যা হলে তার পথ উত্তরণের একাই চেষ্টা, আজকের ব্যপারটা তাও না, শুধুই অনুতপ্ত হচ্ছি, অনুতপ্ত থেকে কষ্টের তীব্রতা আরো বাড়ছে। না ভাই, আমার কোন প্রেমিকা কিংবা বান্ধবী নেই যে তারা কেউ কষ্ট দিয়ে চলে গিয়েছে সেই দু:খে কাতর, শুধু কি প্রেমিকারাই কষ্ট দেয় তা নয়, এ বয়সে কষ্ট কিংবা দু:খের কথা বললেই তো ব্যাঙ্গ ভঙ্গিমায় ”এই বয়সে দু:খ কিসের? ” বলে বসে এবং সেরকমই কিছু চিন্তা করে সবাই, তাই যাতে ব্লগার বন্ধুরা সেরকম কিছু চিন্তার অবকাশ না করতে পারে সেজন্যই উল্লেখ করা। তাহলে কিসের কষ্ট্ ? সেটা না হয় আমার ভিতরই থাক! সবই যদি শেয়ার করি তাহলে কষ্ট আবার অভিমান করবে, বলবে "তোকে কষ্ট দিলাম তুই ভাগ বাটোয়ারা করে দিলি সবার মাঝে" পরে যখন কষ্ট চাইব তখন আর কষ্ট নিজে থেকে ধরা দিবেনা। আমি সচারচর কারও সাথে শেয়ার করিনা তবুও না করে পারলাম না, একটাই কারণ কেউ তো আমার এ বিবর্ণ মুখটিকে দেখছেনা, হয়তবা কষ্টটাকে উপলব্ধি করতে পারলেও পারে, স্বান্তনার জন্য নয় শুধু নিজের এ খারাপ সময়কে অন্যের মাঝে থেকে ভাল করার চেষ্টায় কিছুটা সময় পার করা।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।