যাহা বলি সত্য বলি....
২০০৯সালের ২৫-২৬ ফেব্রুয়ারি বাংলাদেশ রাইফেলসের(বিডিআর) সদর দপ্তর পিলখানায় সংঘটিত হত্যাকাণ্ডে নিহতদের মাগফিরাত কামনায় মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বেলা সাড়ে ১১টায় বিডিআর অধুনা বর্ডার গার্ড অব বাংলাদেশ(বিজিবি) সদর দপ্তর কেন্দ্রীয় মসজিদে এ আয়োজন করা হয়।
এতে স্বরাষ্ট্রমন্ত্রী অ্যাডভোকেট সাহারা খাতুন, প্রতিমন্ত্রী অ্যাডভোকেট শামসুল হক টুকু, বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল রফিকুল ইসলাম, স্বরাষ্ট্র সচিব আব্দুস সোবাহান শিকদারসহ বিজিবির উচ্চপদস্থ কর্মকর্তা, শহীদ পরিবারের সদস্য ও আত্বীয় স্বজনেরা উপস্থিত ছিলেন।
মিলাদ মাহফিল ও দোয়া পরিচালনা করেন কেন্দ্রীয় মসজিদের পেশ ইমাম মাওলানা আবুবকর সিদ্দিক।
অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পৈশাসিক ঐ হত্যাকাণ্ডের বিচার শুরু হয়েছে।
আদালতের মাধ্যমে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হবে। এ ধরনের ঘটনা যেনো ভবিষ্যতে না ঘটে সে লক্ষে সবাইকে সামনের দিকে এগিয়ে যেতে হবে। ওই দিনের ঘটনা কখনো ভূলতে পারবোনা। তৎকালিন বিডিআর মহাপরিচালকসহ নিহতদের আত্বার মাগফিরাত কামনা করছি।
উল্লেখ্য, বিডিআর বিদ্রোহের ঘটনায় ওই ২দিন পিলখানা পরিণত হয় রক্তাক্ত প্রান্তরে।
আবিস্কৃত হয় গণকবর। ৩৬ঘণ্টার হত্যাযজ্ঞে ৫৭জন সেনা কর্মকর্তা, ১জন সৈনিক, ২জন সেনা কর্মকর্তার স্ত্রী, ৮জন বিডিআর সদস্য ও ৫জন বেসামরিক ব্যক্তি নিহত হন।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।