আমাদের কথা খুঁজে নিন

   

বিডিআর হত্যাযজ্ঞ



এ্যাত্তোগুলি মানুষ মরে গেলো...এ্যাত্তোগুলো পরিবার নিঃস্ব হয়ে গেলো...এ্যাত্তো এ্যাত্তো মানুষের চোখের পানি ঝরলো তবু আজো জানা গেলো না কী কারণে, কী উদ্দেশ্যে, কাদের ইন্ধনে, কাদের পরিকল্পনায় এই নৃশংস ঘটনাটা ঘটলো!!! কী অদ্ভুত...কী বিস্ময়কর...!!!
শুধু ডালভাত এতো মানুষের প্রাণ কেড়ে নিতে পারে, এ কথা বিশ্বাস হয় না...কিছুতেই হয় না...পাঁচ বছর আগে পিলখানায় ঘটে যাওয়া নারকীয় হত্যাকাণ্ডকে অনেকেই কায়দা করে ‘বিডিআর বিদ্রোহ’ বলেন...একে বিদ্রোহ বলে না মাননীয়...একে ঠাণ্ডা মাথার হত্যাকাণ্ড বলে...তাই একে ‘বিডিআর হত্যাযজ্ঞ’ অথবা ‘অফিসার নিধনকাণ্ড’ বলাই শ্রেয়...
নারকীয় হত্যাকাণ্ডের পরে স্বজন হারানো সেই পরিবারগুলোর কথা কাছ থেকে শোনার ও জানার সুযোগ হয়েছিলো আমার...তাই ওদের কান্না হয়তো আমাকে একটু বেশিই স্পর্শ করে...ফেসবুকে, আড্ডায়, রাস্তায়, বাসে, অলিতে গলিতে যারা এই নারকীয় হত্যাকাণ্ড নিয়ে আওয়ামী লীগ-বিএনপি ঝগড়া ফেঁদে বসেন তাদের উপর আমার ভীষণ রাগ হয়...তাদের কথা শুনেই মুখটা তেতে‍া তেতো হয়ে যায়...মাঝে মাঝে ইচ্ছে করে তাদের মুখের উপর...থাক মনের ইচ্ছে মনেতেই...
আমার কান্না পায় মৃত অফিসারদের কথা ভেবে, স্বজনহারানো সেই পরিবারগুলোর কথা ভেবে, সেদিন পিলখানার ভেতরের নির্দোষ অসহায় সৈনিকদের কথা ভেবে, ছুটি শেষে চাকুরিতে যোগ দিতে আসা রাজ্যের ভয় নিয়ে পিলখানার গেটের সামনে দাঁড়িয়ে থাকা সৈনিকদের কথা ভেবে আর সিংহ বাহিনিীকে কায়দা করে অক্ষম কুকুর বানানোর পরিনতির কথা অাঁচ করে...

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.