আমাদের কথা খুঁজে নিন

   

জনাব হায়দার হোসেনের কণ্ঠে আমার প্রিয় গানটি ও গানের কথাগুলো আপনাদের মাজে শেয়ার করলাম

কি দেখার কথা কি দেখছি কি শোনার কথা কি শুনছি কি ভাবার কথা কি ভাবছি কি বলার কথা কি বলছি ৩০ বছর পরেও আমি স্বাধীনতাটাকে খুঁজছি স্বাধীনতা কি বৈশাখী মেলা পান্তা ইলিশ খাওয়া স্বাধীনতা কি বটমূলে বসে বৈশাখী গান গাঁওয়া স্বাধীনতা কি বুদ্ধিজীবীর বক্তিতা সেমিনার স্বাধীনতা কি শহীদভেরিতে পুস্পের সমাহার স্বাধীনতা কি গল্প নাটক উপন্যাস আর কবিতায় স্বাধীনতা কি আজ বন্দী আনুস্টানিকতায় স্বাধীনতা কি ঢাকা শহরের আকাশ চুম্বি বাডী স্বাধীনতা কি ফূঠপাথে শোয়া গৃহহীন নরনারী স্বাধীনতা কি হোটেলে হোটেলে ব্যন্ড প্যাশন শো স্বাধীনতা কি দুঃখিনী নারীর জরাজীর্ণ বস্র স্বাধীনতা কি গজিয়ে উঠা অভিজাত পাথসালা স্বাধীনতা কি অন্যের খোঁজে কিশোরী প্রমোদভালা স্বাধীনতা কি নিরীহ লোকের অকারনে প্রানদণ্ড স্বাধীনতা কি পানির ট্যাঙ্কে গলিত লাশের গন্ধ স্বাধীনতা কি হরতাল ডেকে জীবন করা স্তব্দ স্বাধীনতা কি ক্ষমতা হরণ চলে বন্ধূক যুদ্ধ স্বাধীনতা কি সন্ত্রাসী হাতে মারনস্রের গর্জন স্বাধীনতা কি অর্থের লোভে বিবেক বিসর্জন আজ নেয় তুর্কী নেয় ইংরেজ নেয় পাকিস্থানি হানাদার আজও তবু কেনও আমার মনে শূন্যতা আর হাহাকার আজ তবু কি লাখো শহিদের রক্ত যাবে বৃথা আজ তবু কি ভুলতে বসেছি স্বাধীনতার ইতিকথা

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ৫৫ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।