বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে আয়ারল্যান্ডের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ। শুক্রবার দুপুর আড়াইটায় মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে খেলাটি শুরু হবে। এ ম্যাচে জয় তারা ছাড়া অন্য কিছুই ভাবছেন বলে জানিয়েছেন টাইগার অধিনায়ক সাকিব আল হাসান।
কোয়ার্টার ফাইনালের স্বপ্ন বাঁচিয়ে রাখতে হলে নিচু সারির দল আয়ারল্যান্ডের বিপক্ষে বাংলাদেশকে জিততেই হবে। বৃহস্পতিবার শেষ মুহূর্তের অনুশীলনে টাইগারদের আচরণে তার আঁচ পাওয়া গেছে।
বাংলাদেশ দলের অধিনায়ক সাকিব বলেন, আয়ারল্যান্ডকে হারাতে তার দল পুরোপুরি প্রস্তুত। কিন্তু এ ম্যাচ জিততে হলে পেসারদেরকেই আর্লি ব্রেক থ্রু এনে দিতে হবে।
ভারতের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচে বাংলাদেশের পেসাররা একেবারেই ভালো করতে পারেননি বলেও জানান তিনি।
সাকিব আরো বলেন, আইরিশদের বিপক্ষে আশরাফুলের খেলার বিষয়টি এখনো চূড়ান্ত হয়নি। তবে
ইনজুরি কারণে শফিউলের এ ম্যাচে খেলা অনিশ্চিত বলে জানান তিনি।
প্রথম ম্যাচে স্পিনাররা নিজেদের তেমনভাবে মেলে ধরতে না পারেননি। কিন্তু আয়ারল্যান্ডের বিপক্ষে সাফল্য পেতে রাজ্জাক আর সাকিবের ঘূর্ণিজাদুর দিকেই তাকিয়ে রয়েছে বাংলাদেশ।
আয়ারল্যান্ড দলে উঁচুমানের বেশ কয়েকজন ক্রিকেটার থাকলেও বাংলাদেশ অধিনায়ক মনে করেন, দলের সবাই স্বাভাবিকভাবে খেললেই বাংলাদেশের জয় নিশ্চিত হবে।
এদিকে, ম্যাচের আগের দিন শেষবারের অনুশীলনে আয়ারল্যান্ডকেও বেশ মনোযোগী দেখা গেছে।
এর আগে ২০০৭ সালের বিশ্বকাপ আর ২০০৯-এর টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশকে হারানোর সুখস্মৃতি রয়েছে আইরিশদের।
আইরিশ অধিনায়ক উইলিয়াম পোর্টারফিল্ড সাংবাদিকদের বলেন, বাংলাদেশের স্পিনারদের নিয়েই তারা বেশি চিন্তিত।
তিনি আরো বলেন, এবারও বাংলাদেশকে হারিয়ে ক্রিকেট বিশ্বকে চমকে দিতে চান তারা।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।