সযতনে খেয়ালী!
আপডেট : বাংলাদেশ ভালো খেলে সন্দেহ নেই। বিশ্বের যেকোন দলকে হারানোর ক্ষমতা বাংলাদেশের রয়েছে। তাই বলে খুব ব্যালেন্সড দল আয়ারল্যান্ডকে খুব কম যায়নি শুরু থেকেই। বাংলাদেশের আজকের খেলা দেখে একদমই ছন্নছাড়া মনে হয়েছে। তুলনামূলক ভাবে আয়ারল্যান্ড খেলেছে অসাধারণ।
আর খেলোয়াড়ি মনোভাবের কারণেই উপঢৌকণ হিসেবে তাদের জন্যই আজকের জয়। বাংলাদেশ আজকে জিতে গেলেই বরং আপসেট হতো। আয়ারল্যান্ডের জন্য অভিনন্দনের পাশাপাশি আশাকরি শেষ ম্যাচে ভালো করে দেখাবে আমাদের বাংলাদেশ।
============
অশকরা মশকরা যা-ই করছেন এতোক্ষণ ভুইলা যান, প্রেস্টিজ ইস্যু। পঁচা শামুকে পা না কাটলেও এমনটা যে ঘটতে পারে সেটা ভয় ছিলো (বিশ্বাস না হইলে বদ্দারে জিগান)।
এখন হাউকাউ কইরা লাভ নাই। খালি দোয়ায় কাম হইতাছে না। লগে খয়রাত করেন। দানের প্রতিদান দশগুন। (শালা সাদা চামরা গুলা আসলেই দুই নাম্বার, বাশার ভাইয়েরা 23 টা রান দিলো ফাও ফাও কই হিসাব মতে 230 রান দেওয়ার কথা তা না, উইঠ্যা পইড়্যা লাগছে নাদান পোলাপাইন গুলারে আউট করার লাইগ্যা)।
ভাইয়েরা আসেন দিল খুইলা দোয়ার লগে হাত খুইলা খয়রাত করতে থাকেন। ইট্টু নরম করেন দিলডারে, ডলা ডলি পরে করুম নে, আগে পরনের লেংগোট বাঁচাইতো!
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।