আমাদের কথা খুঁজে নিন

   

প্রসঙ্গঃ আইন মানা-না মানা-৩

অচেনা মানুষ

ব্রিটিশ সাম্রাজ্য যখন সারা পৃথিবী দখল করে বসে তখন থেকেই তারা লিখিত আইন চালু করে। যা উত্তরোত্তর ব্রিটিশ ল' নামে পরিচিত। আমাদের দেশে এখন ব্রিটিশ ল', রোমান ল' এবং কিছু কিছু ক্ষেত্রে মুসলিম ল' চালু আছে। আবার কিছু কিছু মুসলিম দেশে শুধু আল কুরআনের আইন চালু আছে। অবশ্যই দেশে আইন আছে এবং আমরা মেনেও চলেছি।

যে আইন মানবে না সে হয় দেবতা না হয় সে পশু। অনেক ক্ষেত্রে ভুল করে কেউ বেআইনি কাজ করে বসেন। তার জন্য আইনের শাস্তির বিধান আছে। কেউ আক্রোশে অথবা জেদের বসখুন করে বসলে তার জন্য ৩০২ ধারায় মৃতু্যদন্ডের বিধান আছে বাংলাদেশে। সাবেক সরকারের কিছু কর্মকর্তা বিদু্যৎ বিলের অতিরিক্ত টাকা সরকারের ফান্ড থেকে উত্তোলন করে নিজের পরিবারের জন্য খরচ করেছেন।

তা সম্পূর্ণ বেআইনী। যদি আইনে তা প্রমাণ হয় অবশ্যই এ অপরাধ শাস্তিযোগ্য। রেডি ক্যাশের মাধ্যমে বিদু্যৎ বিল শোধ করে ভোগান্তিতে গ্রাহক এইরূপ ঘটনা যারা ঘটান তাদের চরম শাস্তি হওয়া উচিত। আমার নিজ বাড়িতে ওয়াসার প্রায় ৬ মাস যাবৎ বিল পাঠাচ্ছেন না। এও আইনের বরখেলাপ নয় কি।

অনেক ক্ষেত্রে দেখা যায় মোটা অংকের টাকা খরচ করে বড় ধরনের ক্রাইমের আসামীও পার পেয়ে যায়।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।