মুভি ক্রিটিক ব্লগ (প্রথম বাংলা মুভি ব্লগ) ★★★★★ © ২০০৭ - ২০১৩ ওয়েবসাইট: www.saifsamir.com আমি আর কখনও তোমাকে চাঁদের সাথে তুলনা করবো না হে প্রিয়তমা! ক্ষমা করে দিও। প্রেমিক হিসেবে আমি ব্যর্থ। শুধু তুলনাই করে গেলাম, কখনও তোমাকে চাঁদে দেখতে পেলাম না। . .. ... .... ..... ...... ....... খবর: আকাশেতে লক্ষ তারা চাইদি চাঁদে হাসে রে... আমি প্রিয়তমাকে (?) আর চাঁদের সাথে তুলনা করবো না শুনে এক বন্ধু বললো- একজন মহাসুন্দরী আন্টি কখনও শাড়ি পরেন না। তো ওনাকে জিজ্ঞেস করা হলো, আপনি দেখতে এতো সুন্দর, আপনি কখনোই শাড়ি পরেন না, কারণ কি?? উনি উত্তর দিলেন, একদিন একটা পার্টিতে শাড়ি পরে গিয়েছিলাম, ওখানে এইচ. এম. এরশাদও এসেছিলেন। উনি আমাকে দেখেই বলে উঠলেন, 'ভাবী শাড়িতে আপনাকে খুব সুন্দর লাগে!!!' আমি ঐ দিনের পর থেকে আর জীবনেও শাড়ি পরি না... মনে হয় না, তোমার প্রিয়তমাও চাইবে আর জীবনেও চাঁদ উঠুক!!!
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।