আমাদের কথা খুঁজে নিন

   

রাজা কনডম ও প্রজার ব্যাথা



যদিও যাওয়া হয়নি হিমালয়,মলয়েও; এ বিষয়ে রাজার আদেশ ছিলো না কখোনো। আঙুলগুলো বরাবর কার কথা শুনে মুদ্রা গঠণ করে; কার প্রেরিত তথ্যের তাড়নায় হাত নিশ্চিত বেহাত ও দশহাত হয় এই কথা বোঝার আগেই গঙাস্নান মুরগি ও নান নিয়ে দেখা হোতো হাতের বয়ান। প্রতি পদে পদহারা হয়ে কাটানোতে আজকের উল্লেখ।- যোগ্যহীন পায়ের গল্প শোনার দিন হলো শেষ ধুলো বালি মুলো পেলে প্রতি রাতই আমার কাছে প্রতিদিন নিদ্রাহীন মানে সকাল দুপুর সন্ধ্যায় হোতে পারে,হোতে পারে রাতের গল্প সকালে,, কোনো কালেই কালি’র সাক্ষাত নিয়ে কাব্য হলো না,হলো না বিকাল সেই থেকে ফাগুনের রাত বলে কিছু নেই কেবল দিন আর দিন। প্রয়োজনের বাইরে এই কাব্যের তাল আছে চৈত্রের চিত্রায় অথবা চিতায়। বাঘের কথা মনে পড়ে গেলো অতপর বিলবোর্ডের কথা অপ্রাপ্ত বয়সের চোখে দেখা রাজা কনডম ও প্রজার ব্যাথা।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.