আমার ব্যক্তিগত ব্লগ
জন্মদিনের গিফট আগেই দিলে ভাল লাগেনা। এবার একজন বাদে বাসার সবাই গতকাল গিফটগুলো দিয়েছেন। খুব ভাল লেগেছে। এতো ভাল লেগেছে যে আপনাদের সাথে শেয়ার না করে পারছিনা। যারা বিরক্ত বোধ করছেন, তারা বাকিটুকু না থেকে এখুনি চলে যেতে পারেন, যাবার আগে মাইনাসও দিয়ে গেলে ভাল হয়।
কিছুটা হলেও শান্তি পাবেন।
বাকিদের জন্য বলছি। মন খুব ভাল, তাই মাইনাসেও কিছু আসে যায় না। এবার শুনুন কি কি পেলাম।
১।
ভ্যাকুয়াম ক্লীনার, কেক (সামহোয়্যার আউট দিয়েছে)
২। ফ্রাই প্যান (আব্বা দিয়েছেন, তবে পছন্দ করে কিনেছে শেখা, আমার ছোট বোন। )
৩। কিয়াম এর চা বানানোর সাসপ্যান, ঢাকনা সহ (আম্মা সাসপ্যানের মধ্য শিমুল ফুলের ছবি দিয়ে, তাতে লিখে দিয়েছেন শিমুল বাবুর... । শেখা পড়ে বলল, আম্মা এখনও তোমাকে বাবু ভাবেন? আসলে একসময় আমাকে বাবু না ডাকলে খুব মাইন্ড খেতাম) ।
৪। গোল্ড প্লেটেড চুড়ি, রুপার উপর সোনালী রং করা টিকলি (বড় আপা, টিকলিটা আমারই ছিল, বড় আপা রং করিয়ে দিয়েছেন। )
৫। মিনা করা গোল্ড প্লেটেড চুড়ি (তামিম, আমার বড় বোনের ছেলে)
৬। এ্যালবাম (বড় বিলাই দিয়েছে)।
৭। ২টা হুমায়ুন আহমেদের বই, ফাউন্টেন পেন আর ম্যাজিক মুনশি (শেখা আর ওর বর দিয়েছেন)। ফাউন্টেন পেন ইতিমধ্যে পড়া হয়ে গেছে।
৮। থার্মো বাটি প্লাস্টিকের, খাবার ঠান্ডা বা গরম রাখার জন্য (দিয়া, শেখার মেয়ে দিয়েছে
৯।
ডায়রী (ননদ)।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।