আমার ব্যক্তিগত ব্লগ
গিফট পেতে আমি খুবই পছন্দ করি। আর সেটা যদি সারপ্রাইজ হয় তো সোনায় সোহাগা।
গিয়েছিলাম শাফিনের জন্য পান্জাবী কিন্তে। অনেক ঘুরে যেটা কিনলাম, সেটা বাজেটের চেয়ে বেশ কমেই কিনেছি। সামহোয়্যার আউট বলল, বাকি টাকা দিয়ে তোমাকে একটা ড্রেস কিনে দেই।
আমি খুবই অবাক হলাম। আর খুশিও হলাম। তবে বাকি টাকায় কোন ড্রেস পাচ্ছিলাম না। ঈদে যথারীতি দাম বেড়ে গেছে। আমার দেরি দেখে, সামহো্য্যার আউট নিজেই একটা ড্রেস পছন্দ করে কিনে দিল।
যেটা বাজেটের প্রায় ডবল। আমার খুশি দেখে কে, ছেলের চেয়ে ছেলের মা-ই বেশি খুশি হয়ে বাসায় ফিরলো।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।