গিফট পেতে কার না ভালো লাগে। জন্মদিন আসতে থাকলে এখনও মনে মনে চিন্তা করতে থাকি, এবার কী কী গিফট পেতে পারি। ঈদের সময় তেমন করে আশা না করলেও যখন পেয়ে যাই ভীষণ ভালো লাগে, সেটা যাই হোক না কেন।
তবে একবার একটা গিফট পেয়ে দারুন অবাক হয়েছিলাম। আজকে হঠাৎ কথায় কথায় সেটার কথা মনে হল।
ঘটনা হলো একবার ইন্টারনেট ব্রাউজ করতে করতে মনে হলো অনেক কোম্পানীতো ইন্টারনেটে ফ্রি স্যাম্পল দেয়, দেখা যাক না কিছু পাই কি না। বেশ কিছু সাইটে গিয়ে ঢু মেরে আসলাম। এরপর অপেক্ষার পালা। কয়েকদিন পর কিছু ম্যাগাজিন, কিছু ক্যাটালগ পেলাম শুধু। এর বেশী কিছু পাবো বলে আশাও করিনি।
হঠাৎ একদিন একটা মেইল পেলাম। আমেরিকার একটা লেদার কোম্পানী থেকে, লিখেছে আমি নাকি তাদের এই মাসের ইন্টারনেট লটারীতে জিতেছি। এরকম অনেক মেইলই আসে, না পড়েই ডিলিট করে দিই। কিন্তু এবার পড়ে দেখলাম, যেহেতু এই সাইটে আমি নাম আর মেইল অ্যাড্রেস দিয়ে এসেছিলাম। যা হোক, তারা আমার পুরো ঠিকানা চেয়েছে গিফট পাঠাবে বলে, আমাকে শুধু শিপিং এর চার্জ দিতে হবে।
ঠিক আছে, পাঠিয়ে দিলাম আমার ঠিকানা। কয়েক দিন পর আবার মেইল, আপনার ঠিকানা পাঠান, না হলে গিফট পাঠানো যাচ্ছে না। ভারী যন্থণা তো, গিফট না দিলে না দে, এত পেঁচানোর কী আছে। আবার ঠিকানা দিলাম, আর বললাম, আগে একবার ঠিকানা দিয়েছি। এরপর আরেকটা মেইল পেলাম।
এবার লিখেছে, সরি আগের পাঠানো ঠিকানা পাই নি, এবার পেয়েছি, ১৪ দিনের মধ্যে আপনার গিফট পৌঁছে যাবে। সন্দেহ হতে থাকল, কেউ ফাজলামো করছে না তো।
১৪ দিন পার হয়ে গেলে নিশ্চিত হলাম, নিশ্চয়ই কেউ দুষ্টুমি করেছে আমার সাথে। এভাবে ঠিকানা দেয়াটা মনে হয় ঠিক হয় নি। এক মাস পর একদিন পোস্ট ম্যান এসে বলল, আপনার একটা পার্সেল আছে, পোস্ট অফিসে গিয়ে নিয়ে আসতে হবে।
গেলাম পোস্ট অফিসে। দেখি বিশাল সাইজের একটা পার্সেল অপেক্ষা করছে। শিপিং চার্জের সাথে কিছু বখশিশ দিয়ে নিয়ে আসলাম সেটা। ওজন বেশী না। বাসায় এসে খুলে দেখি ভিতরে একটা চিঠি, কোম্পানীর পক্ষ থেকে ধন্যবাদ জ্ঞাপন করে, আর আছে একটা বড় লেদারের ভ্যানিটি ব্যাগ।
কী অবাক কান্ড, লেদার ব্যাগও এরা এভাবে গিফট করে? নেটে ঢুকে ব্যাগটার দাম খুঁজে বের করলাম। জীবনেও কোনদিন এই দামে ব্যাগ কেনার কথা চিন্তা করতাম না মনে হয়। দামটা ছিল সাড়ে ষোল হাজার টাকারও বেশী।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।