যতক্ষণ আয়ু ততক্ষণ দীর্ঘশ্বাস শাঁস প্রশ্বাস জুড়ে
অস্তিত্বে যতক্ষণ আছি ততক্ষণই আমার ক্ষয়
তাই আমি রক্তক্ষয়-রত
অতক্ষণ অপেক্ষা করবোনা পতনের জন্য
তিলে তিলে ক্ষয় সহ্য হয়না আমার
ওভার লোড লোকাল বাসে ঠেলা মেরে
উঠে যাব ঠিক
যতগুলো তোর প্রেমিক!
যতগুলো রাত কেঁদে মরে যতগুলো চাঁদের শোকে
কিন্তু অতগুলো রাত আছে কয়টা চাঁদের বুকে?
যতগুলো প্রশ্ন আমি শুনেছি ততগুলো রাতের চোখে
তারপর এক রাতে আমাকে প্রশ্ন করল রাত্রি
আমি কোন বাসের যাত্রী?
আমি তোকে বলিনি সেই রক্তক্ষয়-রত কথা
আলগে রেখে শুধু গোপনে করেছি প্রণাম
বাসন্তী অথবা বরুনা সেই বাসের নাম।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।