আমাদের কথা খুঁজে নিন

   

বাসন্তি জীবন-মরন(springness of being live to till death)

I am very very honest...and very frankly আজ আমি বসন্তের কাছে কৃতজ্ঞ,কৃতজ্ঞ ওই বাসন্তি রঙের কাছে। আমায় বাঁচতে শিক্ষিয়েছে,মনে রঙ লাগিয়েছে। আমি বাঁচতে চাই কোকিলের কন্ঠে,বাঁচতে চাই সোদা মাটির গন্ধে। আমায় ভালবাসবে সে,কৃষ্ণচুড়ার পাতায় চিঠি পাঠিয়েছে। আর যদি ভাল নাই বা বাসে,আমার কবর দিও,ওই কৃষ্ণচুড়ার নিচে।

বেঁচে থেকে না পেলেও,কবরে তো পাব,ওই কৃষ্ণচুড়া ফুল। এই রক্তের প্রানের চেয়ে,কৃষ্ণচুড়ার রঙ্গের মুল্য অনেক। আমার জীবন মরন যেন বসন্তময়,রক্তিম সুর্যদয়। বসন্তের আকাশে আজ আমার বার্তা,বাতাসের মৃদু ছন্দে পৌছে যাক। এই টুকুই আবদার রইল তোর কাছে,ফাল্গুন তুই আমায় ফিরিয়ে দিসনে।

আগামী বছর তুই নাই বা এলি,আমায় তুই ভুল বুঝিসনে। আমায় তুই বাসন্তি রঙে রাঙ্গিয়ে বরন করে নে। আমার জীবদ্দশায় কিংবা মরনের পরে। ............. ...... ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।