আমাদের কথা খুঁজে নিন

   

চাঁদে মোর ফার্মের মুরগি ওরে মুরগি ডিম দেওয়ার জায়গা পাইলি না

পুলাডা আমি বহুত সাধারন কইলাম।https://www.facebook.com/zubayer.dider ছোট বেলায় আব্বু হঠাৎ বাড়িতে একটা মুরগীর বাচ্চা নিয়ে আসলেন তারপর বললেন এই মুরগি নাকি ডিম দেওয়া শুরু করলে একটানা ৬ মাস ডিম দেয়।ভাল কথা তো বাড়ির আশেপাশে বিভন্ন শিয়াল,খাটাস এর ভয় থাকায় সন্ধার দিকে ওইটাকে পাহারা দেওয়ার দায়িত্ব আমার উপর পড়ল। একদিন আমার চোখ কে ফাকি দিয়ে এক বদমাইশ শিয়াল মুরগীর বাচ্চাটাকে ধরে নিয়ে গেল।আমি দুঃখে হার্ট অ্যাটাক করার মত অবস্থা।মন খুব খারাপ হয়ে এত পাহারা দিয়াও ডিম খাইতে পারলাম না।তখন মন খারাপ করে বাইরে বসে আছি দুঃখে চাঁদের দিকে চেয়ে আছি তখনি দেখলাম আমার মুরগি চাঁদের চারপাশ দিয়ে দৌড়া দউরি করছে!! ওরে আমার মুরগিরে তুই আমারে ডিম না দিয়া চাঁদের বুড়িরে ডিম দিতে গেলি!!!!!!! আমার এক বন্ধু তার ভালবাসার মানুষকে নাকি প্রতিদিন চাঁদে দেখতে পান। আর কইদিন পড়ে হয়ত চাঁদের বুকে সিনেমা দেখা যাইব। একজন বলব আমি "কুচ কুচ হুতা হায় দেকচি" আরেক জন বলব আমি- "না আমি কামসুত্র দেকচি" সামনে আমার পরীক্ষা তাই আমি চাঁদের বুকে পরীক্ষার প্রশ্নপত্র দেখতাম চাই।চাঁদে আমার মুরগি,বুড়ি,চাইদি সাহেব যেই থাকেন না ক্যান এই উপকারডা আমারে করবেন!!!!!!!!

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।