বগুড়াতে শনিবার রাতে (ক্যালেন্ডার হিসাবে রবিবার হবে) তিনটার দিকে মোবাইলে ফোন দিয়ে বিভিন্ন মসজিদে জানানো হয় । পরে মসজিদের মাইক দিয়ে ঘোষনা দেওয়া হয় যে ,চাঁদে সাঈদী কে দেখা যাচ্ছে ।
ফলে সবায় ঘুম থেকে উঠে এবং তাদেরকে নিয়ে হরতালের পক্ষে মিছিল করা হয় ।
এভাবেই গ্রামের সাধারণ মানুষকে ধোকা দেয়া হচ্ছে । মনে রাখবেন ইসলাম গুজব ছড়াতে নিষেধ করেছে ।
গুজব ছড়াবেন না ।
ব্যাপার টা শুধু ফেসবুকে সীমাবদ্ধ থাকলে এটাকে শুধুমাত্র গুজব বলা যেত । যেহেতু এই ঘটনা থেকে অনেকেই নিজেদের ফায়দা নিয়েছে সেহেতু এর বিচার চাই ।
এই পর্যন্ত কোন নবী/সম্মানি ব্যক্তি/রাসূল দের কাউকেই চাঁদে দেখা যায়নি সুতরাং সাঈদীকে দেখার প্রশ্নই উঠে না ।
এবার একটু দেখি ইসলামে কি লেখা আছে-
নবীজী'র দুইবছরের শিশু সন্তান ইবরাহীম যেদিন মারা যান তখন সূর্যগ্রহণ হচ্ছিলো ।
নবীজী কান্নাকাটি করছিলেন;আর সাধারণ কুসংস্কারাচ্ছন্ন মানুষ যখন বলাবলি করছিলো যে ,নবীজী'র পুত্রশোকে প্রকৃতির এই বিষাদায়োজন ,নবীজী তীব্র প্রতিবাদ করে বলেছিলেন যে তার পুত্রের মৃত্যুর সাথে কিংবা কোন মানুষের মৃত্যুর সাথে সূর্যগ্রহণের কিংবা চন্দ্রগহণের মত প্রাকৃতিক নিয়মের কোন সম্পর্ক নেই । (সহীহ বুখারী;ভিলউম ২,১৮/১৫১)
বৈঙ্গানিক ব্যাখ্যা : আপনি যদি গাছের ছায়ার দিকে তাকিয়ে কারো চেহারা চিন্তা করেন তাহলে তার চেহারা দেখতে পাবেন । আবার ট্রেন/নসিমন/করিমন গাড়ির শব্দের সাথে কোন একটি সংগীত মেলানোর চেষ্টা করুন । মিলে যাবে ।
অবশেষে একটিই কথা গুজবে কান দিবেন না ।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।