তারুণ্যের শক্তিতে জাগুন এই দেশ। ছিনিয়ে আনুক নতুন সকাল চাঁদেরও নাকি কলংক আছে তবুও চাঁদকে নিয়েই মানুষের হাজারো কল্পনা। নিশি রাতে বাঁকা চাঁদের গল্প, সেই চাঁদ নিয়ে রূপকথার কাব্য, চাঁদের হাসিতে সাগরের জলকণায় মানুষের হৃদয়ের উচ্ছলতা আরো কত কি?
যে চাঁদে চরকা বুড়ির গল্প শুনে শিশুকালে রোমাঞ্চিত হোতাম, যে চাঁদের দিকে কল্পনার ডানা মেলে দিতাম, সেই চাঁদ নাকি এখন অভিশপ্ত।
চাঁদের মাঝে রাজাকার সাইদীর ছবি দেখা যাবে-- এই কথা প্রচার করে ঘাতক চক্র কি তান্ডবটাই না চালালো। ঝরে গেলে কতকগুলো প্রাণ।
ইংরেজি হরর ছবিতে দেখা যায় চাঁদের উপর অন্ধকার ছায়া ফেলে প্রেতাত্মারা আসে, মানুষের ঘাড়ে নখ ডুবিয়ে রক্ত চুষে খায়।
মানুষের বিশ্বাস কি বৃথা যায়?
চাঁদে যদি প্রেতাত্মাই দেখা না যাবে তাহলে কেন এতগুলো মানুষের প্রাণ যাবে?
জামাত শিবিররাই আসলেই প্রমাণ করলো-- দেইলা রাজাকার আসলেই একটি রক্তচোষা মুর্তিমান শয়তান। নিরীহ মানুষকে ধর্র্মীয় উন্মাদনায় ফেলে দিল মৃত্যুর কোলে।
আর কি অস্ত্র আছে-- ওদের কাছে?
ধর্মীয় অনূভূতি ছাড়া!!! আর এরা নাস্তিকের চেয়েও অধম- বর্বর।
হে আল্লাহ তুনি নিশ্চয়ই এই সাধারণ মানুষদের ক্ষমা করবে আর ঐ মূর্তিমান শয়তানের জন্য প্রস্তুত রাখবে জাহান্নামের সিড়ি।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।