আমাদের কথা খুঁজে নিন

   

অস্কার ওয়াইল্ড এর 'পোয়েমস ইন প্রোজ' থেকে অনুবাদ : অনুসারী

ঘরেও নহে পারেও নহে,যে জন আছে মাঝখানে...............

নারসিসাস অবশেষে মারা গেল। ওর পরম পছন্দের জলাশয়ের পানি আগে ছিল মিঠা ,হয়ে গেল চোখের পানির মতো লোনা । বনদেবীরা একে একে আসতে লাগল। বনের গাছপালায় মাঝ দিয়ে চোখ ভরা জল নিয়ে ওরা এল । উদ্দেশ্য শোকায়িত জলাশয়ের মনে কিছুটা হলেও শান্তি এনে দেওয়া।

জলাশয়টির কাছে এসে দাঁড়াল। দেখল এর মিঠা পানি আর মিঠা নাই,লোনা হয়ে আছে। মাথা থেকে সবুজ রঙা চুলের মুঠি খুলে দিয়ে আহাজারির মতো করে বলতে লাগল,'জলাশয়,তোমার এইরকম শোক করা আশ্চর্যের কিছু না ,কারণ ,আমাদের মনে হয় নারসিসাস এইরকম শোক করার মতোই সুন্দর ছিল। ' জলাশয় মুখ খুলল,'নারসিসাস কি আসলেই সুন্দর ছিল?' 'তোমার চেয়ে বেশি আর কার জানার কথা?আমরা ওর কাছে পাত্তা পাই নাই। তোমার জন্য সে পাগল ছিল।

তোমার পাড়ে শুয়ে থাকত,বসে থাকত। কাজ ছিল একটাই তোমার দিকে তাকিয়ে থাকা। তোমার পানিতে নিজের সুন্দর রূপের প্রতিবিম্ব দেখত আর মন্ত্রমুগ্ধ হয়ে যেত। ' বনদেবীদের এই কথার পর জলাশয় জানাল,'কিন্তু আমি ওকে ভালোবাসতাম অন্যকারণে। নারসিসাস যতক্ষণ আমার দিকে তাকিয়ে থাকত, ওর চোখদুটোর মধ্যে আমি হারিয়ে যেতাম ।

কারণ ওখানে তাকালেই খালি বুঝতে পারতাম আমি কতো সুন্দর!'

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।