অচেনা মানুষ
দেশে আইন আছে, আইন মানা উচিত সবারই- তবে বাস্তবতা হচ্ছে রাজনৈতিক ও অর্থনৈতিকভাবে প্রভাবশালী ব্যক্তিরা আইন কতটুকু মানেন বা মেনে চলতে অভ্যস্ত। এদেশে আইন গরীবের জন্য, তাদের জন্য যত আইন-কানুন আর বাধা-নিষেধ। উক্ত প্রভাবশালী ব্যক্তিরা আইন লঙ্ঘন করতে পারেন, অসৎ পুলিশ সদস্যদের সহযোগিতায়। তাই এই সব পুলিশ সদস্যদের অসৎ কার্যকলাপ বন্ধ করার ব্যবস্থা নিতে হবে। এক শ্রেণীর পুলিশ সদস্যদের অসৎ কার্যকলাপ বন্ধ করতে হলে স্বাধীনতার পর পর পুলিশ প্রশাসনে যে ব্যবস্থা ছিল তা পুনর্বহাল করতে হবে। সে ব্যবস্থাটি হলো পুলিশ অফিসারদের এসিআর জেলা প্রশাসক দ্বারা লিখতে হবে। এ ব্যবস্থাটি পুনর্বহাল না করলে পুলিশ প্রশাসনের অনিয়ম আর দুর্নীতি দূর হবে না। আর দূর হবে না প্রভাবশালীদের দ্বারা আইন লঙ্ঘনের বাস্তবতা।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।