আজ এনটিভিতে কোরআনে হাফেজদের প্রোগ্রামে দেখলাম ঢালিউড কিং(?!) শাকিব খান অতিথি হিসেবে এসেছেন।
তিনি আবার কোরআন তেলাওয়াত শুনে বিভিন্ন মন্তব্যও করছেন !
যিনি উলঙ্গ-অর্ধ উলঙ্গ নায়িকা নিয়ে ক্যামেরার সামনে নাচানাচি করেন এবং এটাই নাকি তার পেশা। তাকে কোন যুক্তিতে এই অনুষ্ঠানে আনা হল?
বিভিন্ন প্রতিযোগিতামুলক অনুষ্ঠানে বড় বড় সেলিব্রেটিদেরকে আনা হয় মূলত প্রতিযোগীদেরকে অনুপ্রেরণা দেয়ার জন্য (আমার ধারণা)। কোরআনে হাফেজদের এই প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সবার বয়স গড় করলে ১৫-১৬ এর বেশি হবে না। মহামতি খান সাহেবের মুখে প্রশংসা শুনিয়ে উদীয়মান হাফেজদের কি মেসেজ দেয়া হচ্ছে? তাকে প্রমোট করার জন্য আরও অনেক প্রোগ্রাম আছে। তার জায়গায় দেশের কোন আলেমকে নিয়ে আসলে প্রতিযোগীরা আরও বেশী অনুপ্রাণিত হত। অনেক কিছু শিখতে পারত।
টিভি চ্যানেলগুলো কি শুরু করলো এসব? ভয়ে আছি কোন দিন কিনা আবার দেখি সানি লিওন আপা ওয়াজ শুনাইতেছেন ।
আল্লাহ্ তা'আলা আমাদের সকলকে হেদায়েত দান করুন।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।