যদি পারতাম দুঃখগুলো নিলামে বিক্রি করে দিতাম
১৯ তারিখ বাংলাদেশ-ভারত উদ্বোধনী ম্যাচ দিয়ে শুরু হল এবারের বিশ্বকাপ। দু'দলের কাছ থেকেই একটি সুন্দর খেলা আশা করেছিলাম এবং সে আশাই আমার শতভাগ পূর্ণ হয়েছে। খেলার আগেই তাদের সম্ভাব্য একাদশ এবং ব্যাটিং লাইনআপন দেখে বুঝেছিলাম ভারত যদি আগে ব্যাটিং করে তাহালে কমপক্ষে ৩০০-৩৫০ রান করবে। কিংবা বাংলাদেশ আগে ব্যাটিং করে যত রানই টার্গেট দিক না কেন ভারত তা মোকাবেলা করতে পারবে সহজ ভাবেই। কারণ ভারতীয় দলে ঐদিন খেলেছে ৮ জন ব্যাটসম্যান (ইউসুফ পাঠান এবং হরভাজনকেও বর্তমান সময়ে আমি স্পেশালিষ্ট ব্যাটসম্যান মনে করি) এবং বর্তমান সময়ের সেরা চারজন ওপেনিং ব্যাটসম্যান (শচিন তেন্ডুলকার, বীরেন্দ্র শেবাগ, গৌতম গম্ভীর, বিরাট কৌহলী)।
এদেরকে টপকিয়ে বাংলাদেশ এই ম্যাচে জিতে যাবে সে আশা করিনি। শুধু আশা করেছিলাম বাংলাদেশ একটা সম্মানজনক স্কোর করুক এবং ৫০ ওভার পর্যন্ত খেলে শেষ করুক। বাংলাদেশ দল সেটা ভালো ভাবেই করতে পেরেছে। ভারতের ৩৭০ রানের বিশাল পাহাড়ের নীচে চাপা পড়েনি কিংবা হারার আগেও হারেনি, লড়াই করে হেরেছে। এজন্য বাংলাদেশ হেরেছে বলে কোন কষ্ট পাইনি, কিন্তু কষ্ট পেলাম এজন্য যে, বাংলাদেশ টস জিতে পরে ব্যাট করেও অনেকগুলো ম্যাচ জিতেছে।
কিন্তু কাল কেন ভারতে বিপক্ষে টস জিতে সাকিব ফিল্ডিং নিল এজন্য কিছু লোক সাকিবের মুন্ডুপাত করেছে। আসলে এটা ঠিক আমাদের দেশের প্রচলিত রাজনীতির মত। সরকারী দল যত ভাল সিদ্ধান্ত নিয়ে যে কোন কাজ করুক না কেন বিরোধী দল বলবে সরকারের সিদ্ধান্ত ভূল ছিল। ঠিক একই রূপটা দেখি ক্রিকেটর বেলায়ও। টসে জিতে ব্যাটিং করুক আর ফিল্ডিং করুক ম্যাচ হারলেই সমালোচনা এবং বিতর্কের ঝড় উঠে অধিনায়কের সিদ্ধান্ত ভূল ছিল।
অথচ ম্যাচ জিতলে এ ধরনের কোন আলোচনাই কোনদিন শুনিনি। কালকের উদ্ভোধনী ম্যাচে সাকিব টসে জিতে ফিল্ডিং করার যে সিদ্ধান্ত নিয়েছে, তা হয়তো তার একার সিদ্ধান্ত নয়, নিশ্চয় টসে নামার আগেই টিম ম্যানেজমেন্টের সাথে আলোচনা করেই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। আর সাকিবের সিদ্ধান্ত ভূল বলি কিভাবে যেখানে ভারতের অধিনায়কের কণ্ঠেও একি কথা টস জিতলে ভারতও আগে ফিল্ডিং নিত।
আমার মনে হয় এ বির্তক ভবিষ্যতে একেবারে থেমে যেত, যদি বাংলাদেশের অধিনায়খ টসে নামার আগে কিছু ক্রীড়া সাংবাদিক এবং যারা ম্যাচ পরাজয়ের পর বির্তক করে তাদেরকে ডেকে নিয়ে বলে ভাই আমি তো টস করতে মাঠে যাচ্ছি আপানারা দয়া করে আমাকে বলে দেন টসে জিতলে ব্যাটিং করবো না ফিল্ডিং করবো।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।