আমাদের কথা খুঁজে নিন

   

বিতর্ক: বোরখা

বলা না বলা কথামালা

অনেক সময় নারী সমঅধিকার, নারী অধিকারের কথা আসলে ধর্ম ও পর্দার ব্যাপারটা অজান্তেই চলে আসে। ধর্ম সম্বন্ধে আমি কম জানি। কোনো কোনো ক্ষেত্রে আবার সঠিকভাবে জানি না। আমি জানি পর্দা জিনিসটাকে হিজাব বলা হয়। আরবি পরিভাষায় যার অর্থ দাঁড়ায় অন্তর্দৃষ্টিকে অবনত রাখা। অনেকে পর্দা বা বোরখা ব্যবহারের কথা বলেন। এখন কথা হল বোরখা পর্দাসীন কুলীন মহিলারা যেমন ব্যবহার করছেন আর ভ্রাম্যমাণ বনিতারা তাদের আদল আড়াল করতেও ব্যবহার করছেন। বিষয়টা কেমন যেন লাগছে! এ ব্যাপারে মুরূব্বীদের দু'চারটে বাণী শুনতে পেলে উপকৃত হতাম।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।