বার বার বাংলাদেশের রাষ্ট্রপতি নিয়ে কিছু প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, দেশে একজন অস্থায়ী রাষ্ট্রপতি আছেন তাহলে সেক্ষেত্রে স্থায়ী নিযুক্ত রাষ্ট্রপতির ডেজিগনেশনটা কী হবে? রাষ্ট্রপতি যদি সুস্থই না হবেন তাহলে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতাল থেকে তাকে ডিসচার্জ করা হলো কেন? ডাক্তাররা কোন যুক্তির বলে তাকে হাসপাতাল থেকে ছাড়পত্র দিলো? আবার বিমান থেকে নেমে সুস্থভাবে হেঁটে গাড়িতে করে সিএমএইচে আসলেন। হঁ্যা, তিনি দেশে এসে স্বাস্থ্য চেকআপ করাতে পারেন। কিন্তু এ বিষয়ে কোনো স্বচ্ছতার অভাব দেখা দেবে কেন?
আমিমনে করি কোনোভাবেই সরকারের এ বিষয়টি নিয়ে ধোঁয়াশা সৃষ্টি করা উচিত নয়। সরকারও যদি তাকে সরাতে চায়, তাহলে তাদেরও সাংবিধানিকভাবে পার্লামেন্টের মাধ্যমে তা করতে হবে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।