কানাডায় নারীদের বোরখা ও নেকাব বন্ধের তদবির চালাচ্ছে খোদ দি মুসলিম কানাডিয়ান কংগ্রেস। তবে সে দেশের কর্তৃপক্ষ বলছে, যে কোনো ধরনের পোশাক পরা যে কারও ব্যক্তিগত ব্যাপার। তরুণী যারা বোরখা বা হিজাব পরছে তারা এটিকে শালীন পোশাক হিসেবে অভিহিত করছে।
টরন্টোর মুসলিম কানাডিয়ান কংগ্রেসের ভাইস প্রেসিডেন্ট সালমা সিদ্দিকি পাকিস্তানে তার দাদিকে বোরখা পরতে দেখেছেন, কেননা তখন সবাই তা-ই করত। তবে অন্য নারীদের মতো তিনিও এখন এই পোশাকটা পরা ছেড়ে দিয়েছেন।
কানাডায় বসবাসকারী সালমা এখন লক্ষ্য করছেন কিছুসংখ্যক নারী এমন পোশাক পরে ঘরের বাইরে আসছেন, যেখানে তাদের চোখ ছাড়া আর কিছুই দেখা যায় না। একজন মুসলিম হয়েও সালমা এই পোশাক পরার বিরোধিতা করছেন এবং এই পোশাক নিষিদ্ধ করার তদবির চালাচ্ছেন। কানাডার তৃণমূল পর্যায়ের একটি সংগঠন কানাডার সরকারের সঙ্গে এক সাক্ষাতে আইন প্রণয়নের মাধ্যমে বোরখা ও হিজাব ব্যবহার নিষিদ্ধ করার সুপারিশ করে। কেননা পুরো শরীর ঢেকে থাকার কারণে ওই নারীকে ভালো মতো চেনা যায় না, ফলে যোগাযোগে অসুবিধা হয়।
গুন্টারিও কোর্ট জজ একটি সিদ্ধান্তের মাধ্যমে বিতর্ক সৃষ্টি করে।
এতে বলা হয়, যৌন নিপীড়নের মামলায় কোনো নারীর নেকাব পরার অধিকার নেই। ২০০৭ সালে কিউবেকের নির্বাচনে নিয়ম জারি হয় যে, কোনো নারী নেকাব পরে ভোট দিতে পারবে না। প্রধানমন্ত্রী স্টিফেন হার্পার-এর কার্যালয়ের বরাত দিয়ে বলা হয়, একটি গণতান্ত্রিক দেশে প্রত্যেক মানুষেরই নিজস্ব মতামতে চলার অধিকার রয়েছে। সালমা সিদ্দিকি বলেন যে, তারা সজাগ আছেন। তবে এটা বন্ধ করে দেয়া খুব একটা সহজ নয়।
কিন্তু এ নিয়ে বিতর্ক শুরু হয়ে গেছে। তিনি বলেন, নেকাব ও হিজাব পরা বন্ধের প্রয়োজনীয় নিষেধাজ্ঞা অনুপ্রাণিত হয়েছে মিসরের মুসলিম অথরিটির শেখ মোহামেদ তানতায়্যির একটি বক্তব্যে। তানতায়্যি একটি ফতোয়ার কথা বলেন নেকাব ও হিজাবের বিরুদ্ধে। তানতায়্যির মতে, পোশাক পরাটায় ধর্মীয় দৃষ্টিভঙ্গির চেয়ে সাংস্কৃতিক ঐতিহ্য বেশি কাজ করে।
ইসলামিক ফাউন্ডেশন অব টরন্টোর ইমাম ইউসুফ বাদাদ বলেন, ইসলামে নারীদের মাথার চুল ঢেকে বের হওয়ার নির্দেশ রয়েছে।
তবে কেউ যদি এর সঙ্গে মুখও ঢাকতে চায় তবে তার ইচ্ছাটা আমাদের বুঝতে হবে
-কানিতা তাসনীম
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।