কম্পিউটার বিশারদ পেশায়, নেশায় যুক্তিবাদী
আমি এর আগেও এই বিষয়ে আলোচনা করেছি, আবারো করছি। নবীর প্রতিকৃতি নিয়ে ব্লগে দুদিন পরপর আলোচনা দেখতে পাই - সে কোনো ভারতীয় বইতে প্রতিকৃতি আঁকা হলে বা উইকিতে পাবলিশ হলে। কিন্তু আমার মূল বক্তব্য হল - এ রকম ধারণার সূত্র কোথায়? আমি রেফারেন্স দেবার মত একটাই সূত্র পেলাম - সেটা হাদিসে বর্ণিত ("সকল চিত্রকরই নরককুন্ডে ...")। তা এখানে সকল চিত্রকরকেই দোষারোপ করা হয়েছে, তাই আলাদা করে নবীর ছবি আঁকার বিষয়ে কোনো রেফারেন্স পাওয়া গেল না।
আমেরিকার সুপ্রিম কোর্টে মহম্মদের খোদাই করা মূর্তির হাতে কোরাণ - এ নিয়ে কিছু গোষ্ঠী এককালে অ্যাপিল করেছিল কোর্টে।
তখন তাদের বক্তব্য ছিল যে মূর্তি আঁকা বা খোদাই করা গ্রাহ্য করা হলে মহম্মদের মূর্তিপূজা শুরু হয়ে যেতে পারে যা সম্পূর্ণ ইসলাম-বিরোধী। সুপ্রিম কোর্ট এই বক্তব্য খারিজ করে দিয়ে বলেছিল যে মহম্মদের মূর্তি রাখা হয়েছে কারণ আইনের ইতিহাসে মহম্মদ একজন গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব - হামুরাবি বা কনফুসিয়াসের মত তার মূর্তিও তার প্রতি শ্রদ্ধা জ্ঞাপনের উদ্দেশ্যে রাখা হয়েছে। তবে দাবী মেনে মূর্তির সাথে স্বীকৃতি দেওয়া হয়েছে যে এই ছবির সাথে বাস্তব নবীর কোনো সাদৃশ্য নাও থাকতে পারে (কনফুসিয়াসের ছবির ক্ষেত্রেও একই স্বীকৃতি আছে)।
এখন আমার প্রশ্ন হল কোনো অমুসলিম যদি মহম্মদের মূর্তি তৈরী করে, তবে তাকে কি শাস্তি দেওয়া যায়? যদি তাই হয় তবে ইসলামে যে বিশ্বাসগুলো আছে তার যে কোনোটিই না মানার জন্য একই শাস্তি প্রযোজ্য হবার কথা। যেমন মূর্তিপূজা ইসলামে নিষিদ্ধ - কিন্তু কোনো অমুসলিম মুর্তিপূজা করলে তা নিয়ে কোনো ক্ষোভের কারণ নেই।
আর শাস্তি দিতে হলে সব মূর্তিপূজারীকে একই শাস্তি দিতে হয়। একই ভাবে, কোরাণ যে ঈশ্বরের দান - এটাও অমুসলিমদের মানার কোনো কারণ নেই। যে যে নিজ নিজ ধর্মে বিশ্বাসী। তাদের নিজের ধারণার বশবর্তী হয়ে তারা যদি নবীর প্রতিকৃতি আঁকে তবে তাতে ক্ষতি কোথায়?
এ প্রসঙ্গে বলে রাখা ভাল, কার্টুন বা ব্যঙ্গচিত্র এই শ্রেণীতে পড়ে না, কারণ ব্যঙ্গচিত্রগুলো উদ্দেশ্যপ্রণোদিত ভাবে ছোটো করার লক্ষ্য নিয়ে আঁকা - সুতরাং তার প্রতিবাদ অবশ্যম্ভাবী। কিন্তু সাধারণ ছবি কি ভাবে ও কি কারণে অন্যের ধর্মবিশ্বাসে আঘাত করতে পারে তা আমার ধারণায় আসছে না - বিশেষত যেখানে সেটা কারো ধর্মবিশ্বাসকে ছোটো করে দেখানোর কাজে ব্যবহার হচ্ছে না।
আলোচনা কাম্য ...
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।