ঢাকা, ২০ ফেব্রুয়ারি (শীর্ষ নিউজ ডেস্ক): ভারতের মিজোরাম রাজ্যে বিশ্বের সবচে' বড় পরিবারের সন্ধান পাওয়া গেছে। এ পরিবারের কর্তা জিয়োনা চানার ৩৯ জন স্ত্রী, ৯৪ ছেলে-মেয়ে, ১৪ পুত্রবধূ ও ৩৩ নাতি-নাতনি রয়েছে। মজার বিষয় হলো জিয়োনা চানা এদের সবাইকে নিয়ে মিজোরামের ব্যাংকতাও গ্রামে ১০০ রুম বিশিষ্ট একটি ৪তলা ভবনে একত্রে বসবাস করছেন। জিয়োনা চানা একটি ধর্মীয় সমপ্রদায়ের প্রধান। এ সমপ্রদায়ে একাধিক বিবাহ করার নিয়ম রয়েছে।
সে নিয়মেই চানা ৩৯ জন স্ত্রী গ্রহণ করেছেন। তিনি আরো গ্রহণ করতে ইচ্ছুক। তিনি বলেন, আমি ৩৯ স্ত্রী, ৯৪ সন্তান ও ৩৩ নাতি-নাতনি নিয়ে বেশ সুখেই আছি। আমি নিজেকে ভাগ্যবান মনে করছি। জিয়োনা তার ধর্মীয় সমপ্রদায়কে আরো সম্প্রসারিত করতে চান।
এ প্রসঙ্গে তিনি বলেন, এজন্য প্রয়োজন হলে বিয়ে করার জন্য আমি আমেরিকাও যাব।
১৮১ সদস্যের এ পরিবার সেনাবাহিনীর মতো কঠোর নিয়ম শৃংখলার মাধ্যমে নিয়ন্ত্রিত হয়। পরিবারের সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি জিয়োনা চানা। জিয়োনার সবচে' বেশি বয়স্ক স্ত্রী জানথিয়াঞ্জি অন্যান্য স্ত্রীদের মাঝে কাজ ভাগ করে দেন। গৃহস্থালি কার্যক্রম তিনিই নিয়ন্ত্রণ করেন।
জিয়োনার পরিবারে ডিনারের জন্য বড় আকারের ৩৩টি মুরগী, ৬৬ কেজি আলু ও ১১০ কেজি চালের দরকার হয়।
জিয়োনা চানা বিশাল পরিবার নিয়ে যে বাড়িটিতে বসবাস করেন বাইরে থেকে দেখলে সেটাকে হোটেলই মনে হবে। এ বাড়িতেই সবাই ভাগাভাগি করে থাকে বিশেষ করে শোবার ঘর। তবে স্বামীর সাহচর্যের ক্ষেত্রে জিয়োনার কমবয়স্ক স্ত্রীরাই অগ্রাধিকার পায়। অন্যরা পালাক্রমে সুযোগ পায়।
জিয়োনার এক পুত্র বলেন, তার বাবা শুধু গ্রামের দরিদ্র নারীদেরকেই বেছে বেছে বিয়ে করেছেন।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।