আমাদের কথা খুঁজে নিন

   

জলের মত স্বভাব তোমার

= শাফিক আফতাব----------------------------------------- জেসিকা বড় ক্ষুধা এখন পেটে আমাদের এভাবে দয়াহীন ভালোবাসাহীন কতদিন থাকা যায়, বলো ? তোমার তো আসার নামগন্ধ নেই এদেশে, তুমি সেই যে ওয়ান ইলেভেনে দেশ ছাড়লে, আজও ফিরলে না, তুমি তো কথা দিয়েছিলে দেশের পরিস্থিতি শান্ত হলেই ফিরে আসবে কই ফিরলে না তো এখন দেশে নাকি আরেকটি ওয়ান ইলেভেন আভাস পাওয়া যাচ্ছে তাহলে তো তোমার ফেরাই দায় হবে রাজনীতি বিমুখ তুমি, শুধু নিজের বিলাসের জন্য সারাটি জীবন ভাবলে শুনেছি, তুমি নাকি বড় বেপরোয়া হয়ে উঠেছো সাদা চামড়ার মানুষগুলোর সাথে তোমার বশে সখ্যতা, তুমি রাত্রি নাই দিন নই অবাধ ঘুরে ফিরো নাইটক্লবগুলো অবাধ স্বাধীনতা দেশকে ভুলে দিয়েছে তোমাকে। এখানে আামাদের বড়বেশি দুর্দিন, রাজনৈতিকদুলো মধ্যকার বিরোধ চরম, ক’দিনেই গেছে শতাধিক প্রাণ, মানুষগুলো হায়েনার আবার হিংস্র, আরেকটি একাত্তর বলে চিৎকারে প্রকম্পিত করছে রাজপথ, তরুণপ্রজন্মের দাবির মুখে মহামান্য আদালত প্রায় নতি স্বীকার করেছে, জনস্বার্থে আইনের সংশোধন করেছে তাঁরা। ফাসির মঞ্চে ঝুলবে হয়তো কতিপয় যুদ্ধাপরাধী মুক্তিযুদ্ধের চেতনা পুনঃ প্রতিষ্ঠিত হয়েছে কারো থাকবে আত্মতৃপ্তি অথচ তুমি যে সহিংসতায় দেশ ছাড়লে তোমাকে ফেরানোর দায় কেউ নেবেনা আমি শুধু তোমার কাছে উপেক্ষিত হলাম আমি কি জানিতাম সুবিধাবাদী মধ্যবিত্তের রাজনৈতিক দলের সন্তান তুমি জলের মতো স্বভাব তোমার, শুধু ঢালু বেয়ে গড়াও তুমি রঙ বদলাতে জানো, স্বর্ণলতার মতোন বৃক্ষের শোভা বর্ধিত করতে জানো তোমার নিজস্ব কোনো আলো নেই তুমি চাঁদ, তুমি সূর্যের আলোয় আলোকিত......... ০৩.০৩.২০১৩

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।