তুমি জেনেছিলে মানুষে মানুষে হাত ছুঁয়ে বলে বন্ধু; তুমি জেনেছিলে মানুষে মানুষে মুখোমুখি এসে দাঁড়ায়, হাসি বিনিময় করে চলে যায় উত্তরে দক্ষিণে; তুমি যেই এসে দাঁড়ালে - কেউ চিনলো না, কেউ দেখলো না; সবাই সবার অচেনা।
চার চারটে দিন
অমলিন সন্ধ্যার প্রত্যাশায়
ফিকে হাওয়ায় মনের মলিনতা।
হু হু বাতাসে কনকনে কাঁপুনি
দু:স্বপ্নের কাঁপন আটকায় না আর...
ভাঙাচোরা রেললাইনের শেষ প্রান্তে
আটকে পড়া জীবনের নোনা জলে
পাথর নিক্ষেপিত করে সময় কাটে এখন;
তবু মিথ্যে সান্ত্বনাকে দূরে না ঠেলে
ভালো থাকার তীব্রতায় জড়িয়ে ধরে।
হুটহাট বেড়ানো, উড়ে চলা পলকের কথা
ভীষণ নাড়া দিচ্ছে ...
নড়বড়ে বর্তমানের অস্তিত্ব
দেবলীনার সাথে কফি খাওয়ার কথা মনে পড়ায় ...
মাথায় কড়া নাড়া সময়
অবক্ষয়ের তেলরঙা ছবি ফুটিয়ে তোলে।
তবু ক্ষয় হওয়া সময় পিছনে ফেলে
নতুন রেললাইনে হেঁটে চলা ।।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।