আমাদের কথা খুঁজে নিন

   

আশার আলো

মানবতাই ধর্ম !

জ্বলে আগুন, জ্বলে আকাশে জ্বলছে আগুন, জ্বলছে চোখে। দাউ দাউ আগুন গড়ে তীব্র প্রতিবাদ। চারপাশে অন্যায়,একের পর এক আঘাত। দুঃসময় কাঁটছে না,বরং বাড়ছে দিনদিন। অসহায় দুর্বল সবাই,ফিরছে না সুদিন। ছিল একাগ্রতা,নিশ্চল দিগন্ত এখন পথহারা,অন্যকিছু বলব না,বলব অন্ধ। জানি না হবে কিনা উত্তরণ? তবে এটুকু জানি,জাগবে;একজন জাগবেই। যে শুধু স্বপ্নই দেখাবে না,দেখাবে আলোর পথ। ক্ষুধিত আর কাঁদবে না ক্ষুধার্ত পেটে। [ উৎসর্গ- কর্ণেল তাহের,যার স্বপ্ন আমায় আন্দলিত করে ]

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।