রাজনীতি ও অর্থনীতি এই দুই সাপ পরস্পর পরস্পরকে লেজের দিক থেকে অনবরত খেয়ে যাচ্ছে
আমি হেলেনের ভক্ত। আজকাল মাঝে মধ্যেই কোন একটি চ্যানেলে ক্যারাভান ছবিটা দেখায়। যতবার দেখায় ততবার দেখি কেবল একটা গানের জন্য.......পিয়া তু আব তো আজা................।
তারপর ধরেন তিশরি মঞ্জিলের ও হাসিনা জুলফোআলি..........
হেলেনের সঙ্গে যদি যুগলবন্দী ঘটে আশার তাহলে তো কথাই নেই, সোনার সোহাগা।
ক্যারাভানের ঐ যে গানটা................মেয় কাহা ফাসি...............সাথে আশা পারেখের নাচ। আহা..............প্রাণটা জুরাইয়া যায়।
সোলের সেই যে হেলেন আর আর ডি বর্মন-মেহবুবা মেহবুবা..........
কিংবা আপনা দেশের সেই যে গান দুনিয়া মে লোগোকা-----আশা আর আরডি বর্মন......আহা..........
আশার উমরাও জান আর ইজাজতের মেরা কুচ সামানের কথা না হয় নাইবা বললাম।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।