সময়, কবিতা, ছোটগল্প, দেশ, দেশাচার
এটুকু পথেই হোচট, দেরীটুকুও হল তাই ?
রাংতায় মোড়ানো বাতাস,
সন্দেশ আর আড়ং মহাকাব্যের।
তোমরা কি ছিলে সেখানে ?
নীল শাড়ীতে মেয়েটিকে দেখেলাম
গতকাল পাহাড়ে গিয়ে কেঁদেই ফিরেছে একা ।
লোডশেডিং ছিলনা যদিও,
তারপরও কেঁদেছে অনেক, টুকরো টুকরো শিশির !
কেউ কিছুই বললোনা তাই ।
এতটা খুনশুটি ভালো নয়,
ব্যাথা লাগবে কবিতার শরীরে।
সেদিন নীলে নীলে হারালো কেউ,
বর্ষার প্রথম সন্ধ্যার মতো
টিপ টিপ, টিপ টিপ।
হাটু বেয়ে শব্দ আসে উরুসন্ধিতে,
কবিতার গায়ে হাত দাও প্রেয়সীর
ভালো লাগবে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।