ক্ষয়ে যাওয়া পিক
ছিঁড়ে যাওয়া প্রথম তার
কড়ে পড়া আঙুলশীর্ষ।
অনিচ্ছায় ডুবে যাওয়া সূর্য
নিভে যাওয়া পরাধীন দিন
কালো আঁধারের পর্দা নীল সমুদ্রে।
বিষণ্ণ বর্তমান,
তবুও কোন সম্ভাবনা
কোথায় যেন বাজে।
ছেঁড়া তারের গীটার ফেলে
সব্যসাচী ধরে কবিতার কলম,
দিনের শেষে ফেলে আসা শিশুর সৈকত
বহুগামিনীর প্রেমে বাঁধে চাঁদখেকোদের।
সর্বগ্রাসী শূণ্যতার কবলে পড়া বুক আমার
কোন সম্ভাবনার জ্যোতিষ হয়েছে?
নতুন প্রেয়সী, রমণীসঙ্গ নাকি একাকীত্বের দু্্খবিলাস?
এর চেয়ে তোমায় ভাগাভাগি কর অনেক ভালো!
[০৯.০৩.২০১০]
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।