আমাদের কথা খুঁজে নিন

   

প্রেয়সীর চোখ


প্রেয়সীর চোখ
আজিম হোসেন আকাশ

অন্ধকার ফিকে হয়ে আসে
প্রেয়সীর তমাট চোখে,
সুদূর দিগন্তে কল্পনার দৃষ্টি-
নিভৃতে যায় যত দূর;
আগমনী বাতাসে বার বার
ভেসে আসে সেই চেনা সুর।

নিষণ্ন পাখির কোমল নীড়ের মত
নির্মল প্রেয়সীর দু’টি চোখ,
কত স্বপ্ন ছিল আঁকা ঐ
যাদুমাখা লাজুক আঁখিতে;
শুধু মিছে প্রহেলিকায়, পারিনি
প্রেয়সীর স্বপ্ন অটুট রাখিতে।

হাজার হৃদয়ের ভীড়ে আজো
খুঁজে ফিরি সেই চেনা সুর;
হৃদয়ের তরে হৃদয় খুঁজে
দৃষ্টি যাবে আর কত দূর।
--০--

সোর্স: http://prothom-aloblog.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।