চলে যাব...অনেক দূরে...যেতে হবে...যাওয়া দরকার
রান্নাবান্না আমাকে দিয়ে হবে না । কোনোভাবেই সম্ভব না । না খেয়ে থাকতে রাজী আছে কিন্তু রান্নাঘরে যেয়ে রান্না করে খাব আমার দ্বারা সেটা সম্ভব কখনই না ।
বেশ কিছুদিন আগে শখ করেই চিংড়ি মাছ ভুনা করেছিলাম । কিভাবে রান্না করি সেটা একজন জানতে চেয়েছিলো ।
তাকে হাজার বলেও বুঝে উঠতে পারত না । শেষমেশ আমাকে বলে : শাওন তুমি প্রতিটা স্টেপের ছবি তুলবা । এ টু জেড ছবি তুলবা । তুলে দেখালে আমি বুঝব । তো তার জন্যেই সেদিন একটু করে পেঁয়াজ কাটি একটু করে টমেটো কাটি আর ছবি তুলি ।
সেদিনকার ছবি গুলো :
প্রথমে হাড়ি পাতিল , চাক্কু , ছুরি , দা , প্লেট গ্লাস যা যা আছে সেটা ভালো করে ধুয়ে আমার মত করে সুন্দর করে রাখুন
চিংড়ি মাছগুলো একটি পাত্রে রাখুন ।
চিংড়ি মাছ
চিংড়ি মাছগুলো ভাবে ধুয়ে নিন ।
টমেটো, পেঁয়াজ, রসুন আরো যা যা দিবেন আর কি সেগুলোও ভালোভাবে ধুয়ে নিন
এবার টমেটো কাটাকাটি
পেঁয়াজ কাটাকাটি
কুঁচি কুঁচি করে কাটাকাটি
রসুন ও কাটাকাটি
সুন্দর করে গুছিয়ে রাখুন
যে পাত্রে রান্না করবেন সেটিতে পরিমাণমত তেল দিয়ে পেঁয়াজ রসুন আর টমেটো গুলো একটু ভাজা ভাজা করে নিন ।
আরো ভাজা ভাজা
আরো একটু বেশী ভাজা ভাজা
আরো একটু বেশি বেশি ভাজা ভাজা
আরো বেশি বেশি ভাজা ভাজা
এবার একটু ঝাল দিলাম মানে মরিচ , এটারে বাংলায় কি বলে আল্লাহ জানে !
এবার টমেটো ক্যাচপ
এবার সবকিছু দিয়ে একটু নাড়ানাড়ি
আরো একটু নাড়ানাড়ি
এবার হালকা পানি দিলাম
ইয়েয়েয়েয়ে শেষ
প্লেটে পরিবেশন
কেমন ???
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।