আমাদের কথা খুঁজে নিন

   

একটা স্বপ্নঃ তবে মনে হয় তা অসম্ভব নয়



বিশ্বাস করি ইতিহাসটা সবারই জানা, যে ইতিহাস বাংলাদেশের ক্রিকেটের সাথে জড়ানো । তবুও বলি, একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে গাজী আশরাফ হোসেন লিপুর নেতৃত্বে বাংলাদেশের অভিষেক ঘটে ৩১ মার্চ ১৯৮৬ সালে; দ্বিতীয় এশিয়া কাপ ক্রিকেটে, শ্রীলংকায় পাকিস্তানের বিপক্ষে । আর বিশ্বকাপ ক্রিকেটে বাংলাদেশের অভিষেক হয় ১৭ মে ১৯৯৯ সালে; যেটি ছিল সপ্তম বিশ্বকাপ; আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বে নিউজিল্যান্ডের বিরুদ্ধে । এবার বাংলাদেশ দল বিশ্বকাপের মাঠে নামছে অন্যতম স্বাগতিক দেশ হিসেবে, বিশ্বসেরা অল রাউন্ডারের কাঁধে ভর করে । অর্জনের ঝুলিটাও বেশ পরিপুষ্ট, ইতোমধ্যে বাংলাদেশ দল কৃতিত্বের সাথে সব কয়টি টেস্ট খেলুড়ে দেশকে হারিয়ে দেবার অভিযান শেষ করেছে ।

ওয়েস্ট ইন্ডিজের সাথে কি হয়েছে তা না বলে, বলব- নিউজিল্যান্ডের বিপক্ষে জয়ের ষোলকলা পূর্ণ হয়েছে । বাংলাদেশ ক্রিকেট দলের ব্যাঘ্রসুলভ আচরণ আমরা প্রত্যক্ষ করেছি । তাই বলছি এবার বাংলাদেশ কোয়ার্টার ফাইনালে উঠুক নিজের দেশের মাটিতে খেলে, কেননা ২০০৭ এর বিশ্বকাপে বাংলাদেশ প্রথম বারের মত কোয়ার্টার ফাইনালে উঠেছিল অন্য দেশের মাটিতে খেলে । আর সেমি ফাইনালে উঠুক বিশ্বকে মাথা উঁচু করে দাঁড়াবার আরেকটা খবর দিয়ে । এটা আমার নিতান্ত একটি স্বপ্ন, তবে জেগে থেকে দেখা ।

বিশ্বাস করি এটা অসম্ভব কোন স্বপ্ন নয়, এটা বাস্তবায়নের মত ক্ষমতা টাইগারদের আছে । আমি আর আমরা ক্রিকেটের পূজারী সেটা প্রমাণ করেছে স্বয়ং বাংলাদেশ, একটা ঝমকালো উদ্বোধনী অনুষ্ঠানের মধ্যদিয়ে । তাই, বাংলাদেশ দলের চোখে চোখ রেখে বলতে চাই, ‘যাও সম্মুখে এগিয়ে দুর্বার গতিতে, যেভাবেই হোক পাশে আছি, কথা দিলাম পাশেই থাকবো’ !

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.