"বাংলা আমার জন্মভূমি, বাংলা আমার প্রাণ; হবনা পিছপা, রাখতে আমার বাংলা মায়ের মান । " আমার এক বন্ধু মাঝ রাতে আরেক বন্ধুর ফোন পেয়ে ছাদে গেছে চাঁদে দেলোয়ার হোসেন সাইদিকে দেখতে। হ্যা, সে নিরাশ হয়নি, সে দেখতে পেল। কিন্তু সেটা সাইদি নয়, সে দেখল তার গার্লফ্রেন্ড চাঁদে বসে তার দিকে তাকিয়ে কড়মড় করছে তার নির্বুদ্ধিতার জন্য। আমাকেও ফোন করেছিল একবন্ধু ভোর ৫ টায়, কিন্তু দেখার মত কেউ ছিলনা বলে ছুটির আমেজে আবার ম্যারথন ঘুম দিলাম।
ইহা থেকে আমরা এই সিদ্ধন্তে উপনীত হইতে পারি যে, মাঝরাতে ঘুমভাঙ্গা চোখে চাঁদে তাকালে আপনারা যার যার গার্লফ্রেন্ডকেও দেখতে পাবেন। মেয়েরা বয়ফ্রেন্ডকেও দেখতে পারেন।
আর সূর্যের মধ্যে যদি দেখতে চান, তাহলে মাঝ দুপুরে সূর্যের দিকে অপলক ১৫মিনিট তাকিয়ে থাকতে হবে। 200% গ্যারান্টি। বিফলে মূল্য ফেরত।
ইউটিউবে রেডিমেট খুজলে কিন্তু চলবে না। ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।