বিশ্বকাপ উদ্ভোধনী অনুষ্ঠানের সম্পর্কে আমার সার্বিক মূল্যায়ন হইলো এটার ৯৯% ভালো ছিল খালি কিছু ল্যাদানি আর তেলামি ছাড়া, আসেন ল্যাদানি আর ভাদামি বাদ দিয়া ভালো জিনিস কে ভালো আর খারাপ কে খারাপ বলি
১) জাতীয় সঙ্গীত - ভালো হইছে তবে আরো ভালো করা যাইত
২) মিলা, বালামদের গান - খুব ভালো আশা করি নাই তবে মোটামুটি খারাপ হয় নাই, তখন ডিসপ্লে টা অসাধারণ ছিল
৩) রিক্সা ডিসপ্লে - ভালো হইছে
৪) সনু নিগম গান - ভালো হইছে তবে পোশাকটা ভালো লাগে নাই
৫) বক্তৃতা - প্রধানমন্ত্রী , অর্থমন্ত্রী ভালই বলছেন, আহাদ একটা ছাগল আর লোটা কামালরে জুতা মারি, ওরে ফুল স্টপ, বাক্য রচনা আরো শিখাইতে হবে, এইখানে কোথায় স্টেডিয়াম দরকার আর এত তেল এর ডিব্বা না ঢাললেই ভালো লাগত
৬) জুলন্ত ক্রিকেট - অসাধারণ ছিল
৭) ভারতের ডিসপ্লে - খুবই সুন্দর হইছে
৮) শ্রীলংকার ডিসপ্লে - ভালো হইছে
৯) বাংলাদেশের ডিসপ্লে - করীয়গ্রাফাররে জুতা মারতে মন চাইছিল, ডিসপ্লেতে লাইন, পজিসন কিছুই ঠিক ছিল না , সব লাইন ছিল আকা বাকা, মুক্তিযুদ্ধ, ভাষা আন্দোলন আরো সুন্দর ভাবে দেখানো যেত তবে শেষ দিকের শোভাযাত্রাটা সুন্দর হইছে
১০) টুরিসম প্রমো - অনেক ভালো হইছে
১১) ব্রায়ান এডাম্স - অনেক ভালো হইছে
১২) থিম সং - গানটা ফালতু কিন্তু প্রেসেন্টেসন ভালো হইছে
১৩) ফায়ার ওয়ার্কস - খুব ভালো হইছে
১৪) রুনা লায়লা ভালো গাইছে, সাবিনাও ভালো গাইছে, মমতাজের এইসব বস্তাপচা গান না আনলেই ভালো হইতো
সব মিলিয়ে বেশির ভাগ জিনিস ভালো হইছে কিন্তু বাংলাদেশ এর কালচারাল ডিসপ্লেটা, ভারত , শ্রীলংকা থেকে খারাপ হইছে তখন খুব মন খারাপ হইছে এবং একটু ছোট মনে হইছে নিজেদেরকে, যাই হোক, সর্বপরি অনুষ্ঠান ভালো হইছে. শুভো কামনা বাংলাদেশ
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।